fbpx
communication Skills

ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস এন্ড কাস্টমার সার্ভিস ট্রেনিং ফর উইম্যান এন্ট্রাপ্রেনারস

handshake

যোগাযোগ দক্ষতা



চাকরি বা বিজনেস আপনার মধ্যে যোগাযোগের দক্ষতা থাকা জরুরি।

setting

নিজেকে স্মার্টভাবে উপস্থাপন


আপনার শক্তির জায়গাগুলোকে কাজে লাগিয়েই নিজেকে সুন্দর করে উপস্থাপন করা

budget

সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ


কাস্টমার সার্ভিস প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে আবেগের চেয়ে যুক্তি ও বাস্তবতার দিকে খেয়াল রাখতে হয়

income

ইফেক্টিভ কাস্টমার সার্ভিস


বিজনেস প্রধান পার্টই কাস্টমারদের নিয়ে এবং যে কোনো বিজনেস এর জন্য কাস্টমার সার্ভিস এর উপর দক্ষতা থাকা জরুরি

কেন করবেন এই লাইভ ট্রেনিং?

মানুষের দক্ষতা সাধারণত দুই ধরনের হতে পারে। টেকনিক্যাল ও মানবিক। আমরা পড়াশোনার মাধ্যমে আমাদের কারিগরি দক্ষতার নানান বিষয় আয়ত্ত করে নিতে পারি কিন্তু এর বাইরেও বেশ কিছু দক্ষতা আছে, যা নিজে থেকেই আয়ত্ত করতে হয়। প্রয়োজনে শিখতে হয়।

আমাদের এই ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস এন্ড কাস্টমার সার্ভিস ট্রেনিং এর মাধ্যমে ০২ দিনে আমরা বিজনেস কমিউনিকেশন,যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব বিকাশ, ব্যক্তিগত দক্ষতা, নিজেকে অন্যের সামনে সুন্দরভাবে উপস্থাপন কিভাবে করা যায়, ইতিবাচক চিন্তা করা, মাথা ঠান্ডা রেখে সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ, সংবেদনশীলতা, প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের সক্ষমতা, পরিকল্পনা করা, মিটিং পরিকল্পনা, প্রযুক্তি ব্যবহারে আগ্রহ, পৃথিবীর অন্যান্য দেশগুলোর কোথায় কী হচ্ছে, গবেষণা করার আগ্রহ, ব্যবসায় রীতিনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

আপনার বিজনেস আপনার। এই দক্ষতা গুলো যদি আপনি নিজের মাঝে নিতে পারেন তাহলে খুব সহজেই আপনি নিজের বিজনেসটিকে সাফল্যের সাথে ম্যানেজ করতে পারবেন।

pexels shvets production 7516364
আমাদের সম্পর্কে

বাংলাদেশের রাইজিং উদ্যোক্তাদের জন্য একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম উদ্যোক্তা হই । প্ল্যাটফর্মটি পরবর্তী প্রজন্মের জন্যে সফল উদ্যোক্তা তৈরির জন্য নিবেদিত যারা ভবিষ্যতে বিশ্বব্যাপী প্রভাব ফেলবে। উদ্যোক্তা হই এর সরাসরি ইংরেজি অনুবাদ হচ্ছে “Be an Entrepreneur”। আমাদের দেশের রাইজিং উদ্যোক্তাদের মধ্যে একটি শক্তিশালী কানেকশন গড়ে তোলা এবং তাদের সম্ভাব্যতা ডিসকভার করতে সাহায্য করা আমাদের একমাত্র লক্ষ্য। গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে নারী উদ্যোক্তারা অনেক ভালো কাজ করছে , সেই ধারাবাহিকতাকে আরো শক্তিশালী করতে আমাদের এই ফ্রি ট্রেনিং প্রোগ্রাম ,যা ধাপে ধাপে আরো বেশ কিছু টপিক কভার করবে প্রতিমাসেই। নারী উদ্যোক্তাদের স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে আরো দারুন ভাবে কাজ করাই আমাদের এই প্রোগ্রাম এর লক্ষ্য।

তাহলে আর দেরি কেন ,জয়েন করে ফেলুন এখনই সম্পূর্ণ ফ্রিতে