টার্মস এবং কন্ডিশনস
- আপনি কোর্স এর জন্যে যেই ইমেইলটি ফিক্স করছেন একবার বা আমাদের সাথে কনফার্ম করছেন সেটি আপনার ভ্যালিড ইমেইল এড্রেস হিসেবে আমাদের কাছে সংরক্ষিত থাকবে। আমি আরেকজনের জন্য কিনেছি” বা “আমি আরেকজনের ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে কিনেছি” এই ধরনের কথা বলা থেকে কাইন্ডলি বিরত থাকবেন।
- একটি অ্যাকাউন্ট শুধুমাত্র একজনের ব্যবহারের জন্য – এবং অ্যাকাউন্টের কোর্সগুলোর টেকনিক্যাল সাপোর্টও শুধুমাত্র একজনই পাবেন। আপনি যদি অন্য কারো জন্য কিনতে চান, আগেই আমাদের সাপোর্টে কথা বলে নেবেন অথবা যার জন্য কিনছেন তার ডিটেইলস ব্যবহার করে কিনবেন অথবা উনাকে আমাদের সাথে সরাসরি কন্টাক্ট করতে বললেই হবে।
- একটা ইউজার একটা একাউন্ট একটা আইপি এড্রেস দিয়েই লগইন করে কনটেন্টগুলো দেখতে পারবেন পেইড কনটেন্ট এর ক্ষেত্রে। ফ্রি কনটেন্ট এর ক্ষেত্রে কোনো ধরণের রেস্ট্রিকশন নেই।
- আপনার অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস (ইউজারনেম এবং পাসওয়ার্ড) একান্তই আপনার নিজের ব্যবহারের জন্য। এগুলো অন্য কারো সাথে শেয়ার করা অনুমোদিত নয়। অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস অন্য কারো সাথে শেয়ার করা হলে বা আনঅথোরাইজড লগইন করার কোনো প্রমান পাওয়া গেলে আপনার অ্যাকাউন্ট যেকোন সময় টার্মিনেট করা হতে পারে এবং সেক্ষেত্রে আপনি আর এই অ্যাকাউন্ট থেকে কোর্স ম্যাটেরিয়ালস অ্যাক্সেস করতে পারবেন না।
- কোনো অবস্থাতেই কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যাতিত কোর্স ম্যাটেরিয়াল ডাউনলোড করা যাবে না এবং রি-ইউজ করা যাবেনা।
- আমাদের পূর্বানুমতি ব্যতিত যে কোন কোর্স ম্যাটেরিয়ালস যেকোনভাবে ডিস্ট্রিবিউশন সম্পূর্নরুপে নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ। এই কোর্স ম্যাটেরিয়ালগুলো প্রস্তুত করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে এবং খুব যত্ন করে বানানো, এটাও আপনার স্বাভাবিক বিবেচনাবোধ থেকে বিবেচনা করবেন। যেকোনো ধরণের পাইরেসির ক্ষেত্রে আমরা যথাযথ ভাবে সেটার আইনি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি।
- অনুগ্রহ করে উদ্যোক্তা হই সাপোর্ট, গ্রুপ চ্যাট এবং ফেসবুক পেজে যেকোন ধরনের ব্যাক্তিগত আক্রমন এবং হিংসাত্মক কথাবার্তা থেকে বিরত থাকবেন। প্রতিটা কোর্স এর ক্ষেত্রে নির্দিষ্ট সিক্রেট গ্রুপ আমরা মেইনটেইন করি। তাই ওই কোর্স এর গ্রুপে কোর্স রিলেটেড ইনফোগুলো সবসময় আপডেটেড থাকে, প্রয়োজন হলেই গ্রুপ চেক করে নেয়ার রিকোয়েস্ট থাকবে।
- উদ্যোক্তা হই এর কোন ব্যাচের নাম ব্যবহার করে কোন ম্যাসেঞ্জার গ্রুপ বা অন্য কোন গ্রুপ ওপেন করা যাবেনা কখনোই (আমাদের সাপোর্ট গ্রুপ একটাই এবং পেজ এর ক্ষেত্রেও তাই।
- কোর্সে এনরোল করার পর কোন রকম রিফান্ড রিকোয়েস্ট গ্রহনযোগ্য নয়। খুব ইমার্জেন্সি কেইস ছাড়া সিক্রেট গ্রুপে আইডি পরিবর্তন করাও আমরা সাপোর্ট করি না। অবশ্যই নিজের রিয়েল আইডি থেকে কোর্সে অ্যাড হবেন। ফেইক আইডিতে কোন রকম অ্যাক্সেস দেয়া হয়না।
- যেকোন প্রয়োজনে আমাদের প্রাইভেসির স্বার্থে আপনার কাছ থেকে যেকোন ডকুমেন্ট আমরা চাইতে পারি আপনার কাছে, আশা করি আপনি যদি রিয়েল ইউজার হয়ে থাকেন এতে আপনার কোনো সমস্যা থাকার কথা নয়।
- আমাদের কোর্স এর সাথে বেশ কিছু গিফট আমরা শেয়ার করি আপনাদের সাথে। অবশ্যই কোর্স চলাকালীন সময়ের মধ্যে সেগুলো বুঝে নিতে হবে। এই বিষয়ে নির্দিষ্ট গ্রুপে আপডেটেড ইনফো থাকবে।
- উদ্যোক্তা হই এর যেকোন কোর্স কেনার ক্ষেত্রে ধরে নেয়া হবে যে আপনি এই টার্মস এবং কন্ডিশনগুলো পড়েছেন এবং সেগুলোতে রাজী হয়েছেন বলেই জয়েন করেছেন।
- উদ্যোক্তা হই কর্তৃপক্ষ যেকোন সময় কোনরকম কারন দর্শানো ব্যতিরেকে টার্মস এবং কন্ডিশনস আপডেট করার ক্ষমতা রাখেন।
- সব শেষে আপনি যদি আসলেই শেখার উদ্দেশে আমাদের সাথে আপনার যাত্রা শুরু করেন, আশাকরি এমন কিছু করবেননা এখানে যাতে করে সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়।
উদ্যোক্তা হই এর সাথে আপনার যাত্রা শুভ হোক। অনেক শুভকামনা !