Project 2 -Gearlaunch
কেন গিয়ারলঞ্চ?
ইন্টারন্যাশনাল মার্কেটে প্রিন্ট অন ডিমান্ড করার জন্য একটি ফুলফিলমেন্ট পার্টনারের দরকার হয়। সেরকম একটি ফুলফিলমেন্ট পার্টনার হচ্ছে গিয়ারলঞ্চ। অন্যান্য অনেক ফুলফিলমেন্ট পার্টনারের তুলনায় এদের কিছু বিশেষ সুবিধা রয়েছে-
গিয়ারলঞ্চের- ফাংশনিং, সাপোর্ট, কনভার্সন রেট, বিজনেস স্ট্র্যাটেজি, রিফান্ড, আফটার সেলস সার্ভিস, কাস্টোমার রিভিউ এবং প্রোডাক্ট কোয়ালিটি এই বিষয়গুলো খুবি ভালো বিধায় আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে প্রিন্ট অন ডিমান্ড করার জন্য গিয়ারলঞ্চকে রেফার করে থাকি।
কিভাবে শুরু করবেন?
গিয়ারলঞ্চে কাজ করতে আপনার শুধুমাত্র একটি ডোমেইন লাগবে যেটা দিয়ে আপনার স্টোর লাইভ করতে হবে। আপনার ওয়েবসাইট রেডি করার জন্য সাইটের ডিজাইন, হোস্টিং এস এস এল সবকিছু গিয়ারলিঞ্চ প্রোভাইড করবে।
পেমেন্ট প্রোসেসিং এবং সাপোর্ট সংক্রান্ত যাবতিও কাজ গিয়ারলঞ্চ করে দিবে এবং এর বিনিময়ে প্রতিটি প্রোডাক্টের জন্য একটি বেইজ কস্ট কেটে নেয়া হবে। বেইজ কস্টের উপরে আপনি যেই প্রাইসে সেল করবেন সেটি হবে আপনার প্রোফিটগিয়ারলঞ্চ সম্পর্কে বিস্তারিত জানতে:
গ্রুপে জয়েন করুন
গিয়ারলঞ্চ বাংলাদেশ সাইট টি দেখুন
সাপোর্ট পেজে মেসেজ দিন
কিভাবে প্রিন্ট অন ডিমান্ড জার্নি শুরু করতে পারবেন সেই সংক্রান্ত একটি পূর্নাঙ্গ ব্লগ রয়েছে গিয়ারলঞ্চ বাংলাদেশ ব্লগেঃ
How to Start Your Journey with GearLaunch
এটি পুরোপুরি পরলে আপনার যাবতিও সকল প্রশ্নের উত্তর পেয়ে জাবেন
অবশ্যই মাথায় রাখবেন গিয়ারলঞ্চ হচ্ছে উদ্যোক্তা হই এর একটি প্রোজেক্ট। তাই গিয়ারলঞ্চ রিলেটেড যেকোনো প্রশ্ন গিয়ারলঞ্চের সাপোর্ট পেজে করলে আপনি দ্রুত সার্ভিস পেয়ে জাবেন