গিয়ারলঞ্চে কাজ করতে আপনার শুধুমাত্র একটি ডোমেইন লাগবে যেটা দিয়ে আপনার স্টোর লাইভ করতে হবে। আপনার ওয়েবসাইট রেডি করার জন্য সাইটের ডিজাইন, হোস্টিং এস এস এল সবকিছু গিয়ারলিঞ্চ প্রোভাইড করবে।
পেমেন্ট প্রোসেসিং এবং সাপোর্ট সংক্রান্ত যাবতিও কাজ গিয়ারলঞ্চ করে দিবে এবং এর বিনিময়ে প্রতিটি প্রোডাক্টের জন্য একটি বেইজ কস্ট কেটে নেয়া হবে। বেইজ কস্টের উপরে আপনি যেই প্রাইসে সেল করবেন সেটি হবে আপনার প্রোফিট