আপনি যদি মনে করেন ওয়েবসাইটে শুধু আপনার প্রোডাক্ট বা সার্ভিস ও কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহার করবেন; তাহলে সত্যি বলতে আপনি এর True potentiality এখনও বুঝতে পারেননি।
আপনি আপনার ওয়েবসাইটে কি ধরনের কনটেন্ট দিচ্ছেন এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার কনটেন্টই তখন আপনার হয়ে কাস্টোমার বা টার্গেট ক্লায়েন্টের সাথে কথা বলছে। তাই আপনার কনটেন্ট হতে হবে SEO অপটিমাইজেড, ইউজার ফ্রেন্ডলি এবং well brand messaged।যাতে আপনার অতিরিক্ত sales-y হওয়া ছাড়াই, আপনার টার্গেট অডিয়েন্সের নজর কাড়ে। এতে করে আপনার সাইট ভালোভাবে ওপটিমাইজ হবে এবং গুগলে সার্চ করবে। তাই আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে কোয়ালিটি কনটেন্টের বিকল্প নেই।
তাহলে চলুন কীভাবে কনটেন্টের সাথে আপনার ওয়েবসাইট বুস্ট করার ৭টি পদ্ধতি সম্পর্কে জেনে নেই।
কনটেন্টের সাথে ওয়েবসাইট বুস্ট করার ৭টি পদ্ধতি :
ওয়েবসাইট ট্রাফিক বা বুস্ট হচ্ছে কনটেন্ট মার্কেটিং এর সফলতা নির্ধারক। যখনই কনটেন্টের সাথে আপনার ওয়েবসাইট বুস্ট করার পদ্ধতি জানতে চাবেন, আপনার আগে বোঝা উচিত কেন আপনি সাইটটি ফার্স্ট পেইজে দেখতে চান। অবশ্যই আপনার টার্গেট অডিয়েন্সের কাছে সহজে পৌঁছাতে পারার জন্য। সিম্পল কনটেন্ট কখনো আপনার ওয়েবসাইট বুস্ট করবে না, এর জন্য আপনাকে কনটেন্টের ব্যাপারে আরেকটু স্ট্র্যাটেজিক।
নিচের ৭টি পদ্ধতির সাহায্যে সহজেই আপনি আপনার ওয়েবসাইট কনটেন্ট এর মাধ্যমে বুস্ট করতে পারবেন-
১. নতুন নতুন ব্লগ আইডিয়া বের করুন :
আপনি যদি নতুন কনটেন্ট এ কি লিখবেন খুঁজে না পান, তাহলে আপনার কম্পিটিটর কোম্পানিগুলোর ওয়েবসাইটে একবার ঢু মেরে আসুন। তারা কি লিখছে, কীভাবে কনটেন্ট এনগ্যাজিং করছে, যা পরবর্তীতে সেল বৃদ্ধি করছে।
ভাবতে থাকুন কোন দিকটা তারা এখনো কাজ করেনি। যেমন: আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিতে চাইলে কাস্টোমার কি কি প্রশ্ন করতে পারে? ক্লায়েন্ট কি নিয়ে বেশি আগ্রহী? এভাবে পটেনশিয়াল ব্যাপারগুলো নিয়ে ব্রেইনস্ট্রমিং এর মাধ্যমে আপনি সহজেই কিলার কনটেন্ট লিখে ফেলতে পারবেন।
২. SEO-Optimized কনটেন্ট মার্কেটিং এ বেশি গুরুত্বপূর্ণ দিন :
সার্চ ইঞ্জিনের একেবারে শীর্ষে থাকা প্রত্যেক মার্কেটারই স্বপ্ন বলা চলে। টপ ৫টা রেজাল্টের মধ্যে অবস্থান করতে পারলে প্রায় ৭৫% অর্গানিক ক্লিক আসে। কিন্তু সেখানে কীভাবে পৌঁছে নিয়ে যায়? অবশ্যই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সব ধাধার উত্তর। SEO ছাড়াও আপনি সাইটে ট্রাফিক নিয়ে আসতে পারবেন কিন্তু কোয়ালিটি কনটেন্ট ছাড়া বেস্ট অপটিমাইজেড সাইটও rank করতে পারে না। কীভাবে আপনার ওয়েবসাইট Rank করবে?
- প্রতিমাসের সার্চ ইঞ্জিন Ranking মনিটর করুন।
- পাশাপাশি কম্পিটিটর সার্চ ইঞ্জিনের Ranking ও এনালাইসিস করুন।
- অপটিমাইজ করার কি-ওয়ার্ড আইডেন্টটিফাই করুন এবং এগুলো মেটা ট্যাগ, টাইটেল ট্যাগ ও URLs এ ব্যবহার করুন।
- লোকাল ভিজিবিলিটি আরো Improve করুন।
- কনটেন্টে Internal লিংক ও ব্যাকলিংক ব্যবহার করুন।
৩. আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি প্ল্যান করুন :
ওয়েবসাইট বুস্ট করার চিন্তা করার আগে, আপনাকে আপনার কন্টেন্ট মার্কেটিং পরিকল্পনা করতে হবে। আপনি কী লক্ষ্য অর্জন করতে চান? আপনার টার্গেট অডিয়েন্স কে? কোন ধরণের কন্টেন্ট তাদের আকর্ষিত করবে? একবার যদি আপনি আপনার লক্ষ্য এবং আপনার পাবলিক বোঝে ফেলেন, তাহলে দেরি না করে আপনার কনটেন্ট নিয়ে প্ল্যান সাজিয়ে ফেলুন।
৪. আপনার কনটেন্ট মার্কেটিং এর তালিকায় ভিডিও কনটেন্ট অন্তর্ভুক্ত করুন :
মার্কেটিং টুলবক্সের মধ্যে বর্তমানে অন্যতম জনপ্রিয় হচ্ছে ভিডিও কনটেন্ট। খুব সহজেই জটিল থেকে জটিল তথ্যকে সহজেই শর্ট ভিডিওতে উপস্থাপন করা যায়। ডিজিটাল কনটেন্টের যুগে, ভিডিও কনটেন্ট মার্কেটিং ,আপনার কাস্টোমারের দ্বারপ্রান্তে পৌঁছাতে সাহায্য করবে।
কি ভাবেছেন-কীভাবে ভিডিও কনটেন্ট মার্কেটিং করবেন? কঠিন কিছু না শুধু আপনার কনটেন্টগুলোকে ভিডিওতে তুলে ধরেন। যেমন: প্রোডাক্টের ছবি, কীভাবে ব্যবহার করবে বা কেন প্রোডাক্টটি ইউনিক। আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে এবং আরো এনগেজিং করতে আপনার কনটেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিতে ভিডিও ইনক্লুড করে নিন।
৫. Authentic কনটেন্ট তৈরি করুন :
আপনি যদি আপনার ওয়েবসাইটে কাস্টোমারদের ধরে রাখতে চান, তবে অবশ্যই আপনার কনটেন্ট তাদের কাছে Authentic মনে হতে হবে। কেননা, কাস্টোমাররা শুধুমাত্র ব্র্যান্ডের সাথে কানেকশন অনুভব করলেই দীর্ঘদিন সার্ভিস নিয়ে থাকে।
Authentic মানে কি? সংক্ষেপে বলতে গেলে, authentic কনটেন্ট মানে আপনার কনটেন্টটি কোম্পানির যে ব্র্যান্ড ভ্যালু ও ভয়েস আছে, তার সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ। কাস্টমারদের আস্থা অর্জন করতে হলে আপনাকে সবসময় স্বচ্ছ, রিলেটেবল ও সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট প্রোভাইড করতে হবে। আপনি কীভাবে Authentic কনটেন্ট ensure করবেন?
খুব বেশি কিছু করতে হবে না। শুধু আপনার টার্গেট অডিয়েন্সের পছন্দ-অপছন্দগুলো জানুন। তারা কি চায় তা প্রায়োরিটি লিস্টের টপে রাখুন। তারপর নিজের যে ব্র্যান্ড ভ্যালু আছে তা মেইনটেইন করতে থাকুন।
৬. আকর্ষণীয় হেডলাইন লিখুন :
হেডলাইন আপনার কনটেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। Wired এর তথ্য অনুযায়ী, ইফেক্টিভ হেডলাইন ৫০০% অরগানিক ট্রাফিক নিয়ে আসতে পারে। আপনার কনটেন্ট অডিয়েন্স কর্তৃক না পড়ার চান্স শতভাগ কমে যেতে পারে শুধুমাত্র আকর্ষণীয় হেডলাইনের কারণে।
যখন আপনি দেখবেন অপটিমাইজেড কনটেন্ট মার্কেটিং এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ছে, তখন ধীরে ধীরে আপনার মনে হবে এইবার আপনার সাইটটি টার্গেট অডিয়েন্সের কাছে আরেকটু প্রমোট করা প্রয়োজন।
৭.আপনার ওয়েবসাইট কনটেন্ট ও ব্লগ প্রমোট করুন :
ব্লগিং ইকোসিস্টেমে আপনার পোস্ট প্রমোট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিছু ট্রিকস দেওয়া আছে যা আপনার ব্লগ পোস্ট ও ওয়েবসাইট কনটেন্টের রিচ বাড়াতে সাহায্য করবে-
ইমেইল মার্কেটিং :
আপনি আপনার ওয়েবসাইট ভিজিটরদের মাধ্যমে সহজেই ইমেইল সংগ্রহ করতে পারেন। এরপর এদের মধ্যে থেকে সিলেক্টিভ পটেনশিয়াল কাস্টোমার কারা হতে পারে তা খুঁজে বের করুন। আপনার নতুন প্রোডাক্ট বা কোম্পানির প্রমোশনের জন্য ক্রিয়েটিভ নিউজলেটার পাবলিশ করুন তাদের সাথে। নানা রকম ই-মেইল মার্কেটিং স্ট্র্যাটেজি অবলম্বন করে আপনি আপনার ওয়েবসাইট কনটেন্ট প্রমোট করতে পারবেন।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং :
Facebook, Instragram, LinkedIn ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে হ্যাশট্যাগ দিয়ে আপনার ওয়েবসাইট কনটেন্ট প্রমোট করুন। এত করে আপনার সাইটের রিচ বা ভিজিবিলিটি কয়েকগুণ বেড়ে যাবে।
পেইড বিজ্ঞাপন :
আপনি গুগুল এডস বা মেটা এডস প্ল্যাটফর্মগুলোর সাহায্যে পেইড বিজ্ঞাপন দিতে পারেন। এর মাধ্যমে নতুন অডিয়েন্স পাবার সম্ভাবনা বেড়ে যাবে।
কোলাবোরেটিং উইথ Influencers :
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্টিভ Influencers দের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট কনটেন্ট প্রমোট করতে পারেন। বলা যায়, বর্তমানে যেকোনো প্রোডাক্ট থেকে ব্রান্ড প্রমোট সবকিছুই এখন Infuencers মাধ্যমে প্রমোট করা হয়।
শেষ কথা,
আপনার স্টার্টআপ বা বিজনেস যে ইউনিক, তা আপনার কনটেন্টের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। এত এত ওয়েবসাইট এর মধ্যে আপনার কনটেন্ট অবশ্যই অডিয়েন্স পর্যন্ত পৌঁছাতে হবে। সুতরাং Authentic, SEO-Optimized এবং Related কনটেন্ট আপনার ওয়েবসাইট বুস্ট করতে সাহায্য করবে। এই সাতটি পদ্ধতি অবলম্বন করে আপনি সহজেই আপনার ওয়েবসাইট বুস্ট করতে পারবেন।