মার্কেট অ্যানালাইসিস কেন করবেন এবং কিভাবে করবেন ?

মার্কেট অ্যানালাইসিস
Share This Post

মার্কেট অ্যানালাইসিস বিজনেসের এমন একটা পার্ট যা আপনার বিজনেস রিস্ক কমাবে সাথে আপনার সাফল্যর হারও বাড়াবে। অ্যানালাইসিস করলে আপনি মার্কেটের অবস্থা জানতে পারবেন, আপনার ক্রেতাদের মনোভাব জানতে পারবেন। তাহলে আপনার সেখানে উন্নতি করার জন্য অনেক সুযোগ পাবেন। 

প্রত্যেকটা বিজনেস একটা আরেকটা থেকে আলাদা। এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে আপনার বিজনেস প্ল্যান এর গোল কেমন। আপনি যদি নতুন বিজনেস শুরু করেন তাহলে মার্কেট অ্যানালাইসিস করে আপনি অনেক বিষয় সম্পর্কে ধারণা পাবেন। আপনি মার্কেটে নতুন বিজনেস নিয়ে আসছেন? কিন্তু সেই মার্কেটে তো আগে থকেই অনেক ভীড়। আপনি যদি প্রস্তুতি না নিয়ে নামেন তাহলে সেই ভীড়ে আপনি তো হারিয়ে যাবেন। মার্কেটে অ্যানালাইসিস করার ফলে আপনি আপনার কম্পিটিটরের প্রোডাক্ট হতে শুরু করে কাস্টমারের প্রয়োজন সম্পর্কে সব জানতে পারবেন। 

মার্কেট অ্যানালাইসিস করা খুব বেশি কঠিন কাজ নয়। কিছু প্রশ্নের উত্তর আপনি রিসার্চ খুঁজে বের করবেন। খুব সহজে কিছু প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে আপনি মার্কেট অ্যানালাইসিস করে ফেলতে পারবেন। সেটাই বিস্তারিত ভাবে দেখাবো এই ব্লগে।

আপনার সম্ভাব্য কাস্টমার কারা

প্রত্যেকটা বিজনেস মানে হচ্ছে একটি প্রবলেমের সলিউশন। কোন একটি প্রবলেমের সলিউশন নিয়ে যখন আমরা চিন্তা করি তখন অবশ্যই কোন একটা কাস্টমার বেইজ আমাদের চিন্তাধারায় থাকে। যদিনা এমন কিছু আপনার চিন্তা থাকে যে আপনার যে সলিউশন আসতেছে তা সবার জন্য। একটি সলিউশন সবার জন্য হবে এটা সম্ভব না। 

কিছু প্যারামিটার সেট করে নিতে হবে আপনার টার্গেট মার্কেটের জন্য। আপনি যত ভালো ভাবে বুঝতে পারবেন আপনার সম্ভাব্য কাস্টমার কারা আপনি তত ভালো ভাবে আপনার সলিউশন তাদের কাছে পৌঁছাতে পারবেন।

মার্কেট অ্যানালাইসিস করে জানতে হবে যে সলিউশন আপনি দিতে চাচ্ছেন সেটা কাদের জন্য। কারা আসলে আপনার প্রোডাক্ট বা সার্ভিসে আগ্রহী থাকবে। এটা খুব গরত্বপূর্ণ একটি পার্ট। 

আপনার কাস্টমারদের বায়িং বিহেভিয়র কেমন

মার্কেট অ্যানালাইসিস এর একটি মেজর পার্ট হলো যে আপনার কাস্টমারদের বায়িং বিহেভিওর কেমন তা জানা। কাস্টমারদের বায়িং বিহেভিওয়র বলতে বুঝানো হচ্ছে তারা কোন একটি প্রোডাক্ট বা সার্ভিস নেয়ার আগের কাস্টমারের বিহেভিওর। অ্যানালাইসিস এর মাধ্যমে জানা যায় যে কোন বিষয়টি কাস্টমারদের ডিসিশনকে প্রভাবিত করে। একটি কাস্টমার কোন প্রোডাক্ট বা সার্ভিস যে নিবে সেটা কিভাবে ডিসাইড করে। তাই আপনি যদি আপনার কাস্টমারদের বায়িং বিহাভিওর জানেন আপনার তাদের প্রয়োজন বুঝে প্রভাবিত করতে সুবিধা হবে। 

আপনার টার্গেট মার্কেট এর সাইজ কেমন

মার্কেট সাইজ বলতে বোঝানো হয়েছে একটি প্রোডাক্ট বা সার্ভিস এর আনুমানিক ক্রেতা সংখ্যা। আপনার বিজনেস তো অবশ্যই কোন মার্কেটকে টার্গেট করে শুরু হবে। যেই মার্কেটকে আপনি টার্গেট করে আপনার বিজনেস প্ল্যান করবেন। তো আপনার টার্গেট মার্কেটের সাইজ জানা খুবই প্রয়োজন। মার্কেট সাইজ জানলে আপনি বুঝতে পারবেন আপনার সার্ভিস এর ক্রেতার পরিমাণ কেমন আছে। সেই রিলেটেড সার্ভিস বা প্রোডাক্ট এর চাহিদা কেমন। 

আপনার পন্যের জন্য কাস্টমাররা কেমন পে করতে ইচ্ছুক

আপনার সার্ভিস বা প্রোডাক্ট এর জন্য একটি কাস্টমার কেমন পে করতে ইচ্ছুক বা তারা কেমন পে করতে পারবে তা অ্যানালাইসিস করে জানতে হবে। এটার একটা পার্ট এটা যে আপনি জানবেন আপনার প্রোডাক্ট এর জন্য কাস্টমার কেমন পে করতে ইচ্ছুক। আপনার প্রোডাক্ট বা সার্ভিস এর সাথে রিলেটেড আমন মার্কেট গুলোতে যদি আপনি রিসার্চ করেন তাহলে আইডিয়া পেয়ে যাবেন যে কাস্টমার আপনার প্রোডাক্ট এর জন্য কেমন পে করতে ইচ্ছুক থাকবে। একটা প্রোডাক্ট এর প্রাইজিংটা ঠিক ভাবে ডিসাইড করা খুবই জরুরি বিষয়। 

আপনার কম্পিটিটরদের দের শক্তি এবং দুর্বলতা 

মার্কেট অ্যানালাইসিস এর একটা পার্ট হচ্ছে আপনার কম্পিটিটর খুঁজে বের করা। আপনার কম্পিটিটর কারা? তারা কতদিন যাবত মার্কেটে আছে। তারা কিভাবে মার্কেটে নিজেদের প্রোডাক্ট ধরে রেখেছে। তাদের শক্তি কি বা দূর্বলতা কি। 

এটা হচ্ছে সবচেয়ে গুরত্বপূর্ণ একটা পার্ট। তাদের শক্তি বলতে এখানে বুঝানো হয়েছে তারা মার্কেটে কোন বিষয়টি দিয়ে টিকে আছে। এবং দূর্বলতা বলতে বুঝানো হয়েছে তাদের এমন কি নেই যেটা আমরা দিতে পারবো। এমন কোন বিষয় খুঁজে বের করা। 

মার্কেট অ্যানালাইসিস করার জন্য কিছু টিপস

মার্কেট অ্যানালাইসিস
সংক্ষিপ্ত রাখুন

অ্যানালাইসিস এর ডকুমেন্ট বেশি বড় না করে সংক্ষিপ্ত রাখা ভালো। তাহলে পরবর্তীতে এটা মনিটর করতে সহজ হয়। বেশি বড় করলে ইম্পরট্যান্ট ডেটা মিস হয়ে যেতে পারে। এবং কারও কাছে এটা সাবমিট করলে সেও পড়ে বিরক্ত হবে।

নিজে কাস্টমার হয়ে চিন্তা করুন

অ্যানালাইসিস এর সময় নিজেকে কাস্টমারের জায়গায় রেখে চিন্তা করুন। আপনি যদি কাস্টমার হয়ে চিন্তা করেন অনেক কিছু সহজ হয়ে যাবে আপনার জন্য। আপনি বুঝতে পারবেন তাদের কোন প্রবলেম এর সলিউশন দরকার। এবং আপনার কম্পিটিটররা তাদের প্রবলেম এর সলিউশন কিভাবে করছে। 

ইন্টারনেট ইউজ করা

বেশির ভাগ মার্কেট অ্যানালাইসিস এ সব RAW DATA কালেক্ট করা হয়। কিন্তু ইন্টারনেট একটি ভালো জায়গা আপনার রিসার্চ শুরু করার জন্য। আপনার রিসার্চ এর একটি ভাগ ইন্টারনেটের মাধ্যমে করতে পারেন। 

Don't wait!
Get the expert business advice You need in 2022

It's all include in our newsletter!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More To Explore
PPC কি ? একটি পাওয়ারফুল লিঙ্ক-বিল্ডিং-এ PPC কিভাবে কাজ করে ?
Marketing

PPC কি ? একটি পাওয়ারফুল লিঙ্ক-বিল্ডিং-এ PPC কিভাবে কাজ করে ?

PPC, বা পে-পার-ক্লিক হল একটা ডিজিটাল মার্কেটিং মডেল। এখানে বিজ্ঞাপনদাতারা প্রতিবার তাদের বিজ্ঞাপনে ক্লিক করার সময় একটি ফি প্রোভাইড করে। অনলাইন অ্যাডস বা বিজ্ঞাপনের একটি

১০ টিপস ফলো করে সোশ্যাল মিডিয়া থেকে লিড জেনারেট করুন
Marketing

১০ টিপস ফলো করে সোশ্যাল মিডিয়া থেকে লিড জেনারেট করুন

ডিজিটাল মার্কেটিং এর ফিল্ড হচ্ছে ডায়নামিক আর চেইঞ্জিং। এমন পরিস্থিতিতে লিড জেনারেট করার জন্য সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানো ও তাদের কাস্টমার বেস কে আরো ব্রড