ইন্সটাগ্রামে বর্তমানে ওয়ান বিলিয়ন এক্টিভ ইউসার রয়েছে এবং ডে বাই ডে এটা ফেসবুকের মতোই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম হয়ে উঠছে ইয়াং জেনারেশনের কাছে। পরিসংখ্যান অনুযায়ী ৭০.৮% ইউসার এর বয়স ৩৫ এর নিচে। সময়ের সাথে পাল্লা দিয়ে এই আউটস্ট্যান্ডিং প্ল্যাটফর্ম টি তেও চেঞ্জ আসছে এবং নতুন নতুন ফিচার এড হচ্ছে। এক্টিভ ইউসার দের প্রায় ৯০% ইউসার ইন্সটাগ্রামের উপরেই ডিপেন্ড করে কোনো প্রোডাক্ট কেনার ডিসিশন মেইক করার জন্য। যেমন তাদের প্রিয় কোনো ইনফ্লুয়েন্সার এর রিভিউ দেখা, পছন্দের ব্র্যান্ডের সাথে কানেক্ট থাকা এবং প্রোডাক্ট ফিচার বেনেফিট, ডেমোন্সট্রেশন দেখে অনলাইন স্টোর থেকেই কেনাকাটা করতে তারা পছন্দ করে।
এটা অবশ্যই যেকোনো বিজনেস অরগানাইজেশান এবং ব্র্যান্ড মালিকের জন্য গুড নিউজ। তারা ইন্সটাগ্রাম কে তাদের বিজনেসের সাথে কানেক্ট করে ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে তাদের ব্র্যান্ডিং করতে পারছে এবং লিড জেনারেশন থেকে শুরু করে অডিয়েন্স কে তাদের কনজ্যুমারস এ কনভার্ট করতে পারছে। এবং বিজনেস গ্রোথ ও বাড়ছে তাদের খুব কম সময়ের মধ্যে। চলুন দেখে নিই ক্রিয়েটিভ কিছু ইন্সটাগ্রাম মার্কেটিং আইডিয়া যেগুলি স্মল,মিডিয়াম এন্ড লার্জ বিজনেসের জন্য হেল্পফুল।
৮ টি ইন্সটাগ্রাম মার্কেটিং আইডিয়া
ইন্সটাগ্রাম রিল মার্কেটিং
ইন্সটাগ্রাম রিলস ভিডিও ক্রিয়েশন হলো গ্রেট একটা ওয়ে ব্র্যান্ড পরিচিতি বাড়ানোর এবং মার্কেটিং করার। এটা আপনাকে অনলাইন কমিউনিটি বিল্ট করতেও হেল্প করে। ইন্সটাগ্রাম এর একদম ইউনিক একটা ফিচার হলো ইউসার শুধু মাত্র তাদের ফলো করা একাউন্টের রিলস দেখা ছাড়াও রিলেভ্যান্ট সব ধরনের রিলস ভিডিও তারা দেখতে পারে। ইন্সটাগ্রাম এ আপনি অনেক অনেক ক্রিয়েটিভ আইডিয়া পাবেন রিল এবং ভিডিও ক্রিয়েট করার। ভিডিও যে অলওয়েজ সফিস্টিকেটেড ই হতে হবে এমন না আপনার প্রোডাক্ট কে হাইলাইট করে এবং রিপ্রেজেন্ট করে এমন অথেনটিক রিল এবং ভিডিও এনাফ বেশি ভিউ রিচ করার জন্য।
রিল ভিডিও মেইক করার ক্ষেত্রে কোন বিষয় গুলো ট্রেন্ডে আছে সেই ব্যাপার গুলো ফলো করুন। এবং ট্রেন্ডি রিল ভিডিও এর মাধ্যমে ব্র্যান্ড মার্কেটিং করুন।
ইন্সটাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং
ইন্সটাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং হলো এমন একটা এডভার্টাইসিং সিস্টেম যেখানে হাই ফলোয়ারস এবং ফেইস ভ্যালু আছে এমন কারো সাথে পার্টনারশিপে কাজ করার মাধ্যমে ব্র্যান্ড মার্কেটিং করা হয়। এবং তাদের মাধ্যমে ব্র্যান্ড, প্রোডাক্ট, সার্ভিস কে প্রমোট করিয়ে নেওয়া হয়। সাধারণত, স্পেসিফিক পেমেন্ট বা গিফট এর বিনিময়ে ইনফ্লুয়েন্সার রা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করে এবং প্রোডাক্ট প্রমোট করে থাকে। তাদের হিউজ পরিমাণ ফলোয়ার্স রয়েছে যারা তাদের প্রোডাক্ট রিভিউ দেখে প্রোডাক্টসের প্রতি ইন্টারেস্টেড হয়। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমে আপনি নতুন অডিয়েন্স রিচ করতে পারবেন এবং তাদের কে বিজনেসের সাথে কানেক্ট করতে পারবেন। এতে করে যেমন ব্র্যান্ড পরিচিতি বাড়বে সাথে সাথে সেল বুস্ট ও হবে।
ইন্সটাগ্রাম লাইভ
ইন্সটাগ্রাম মার্কেটিং আইডিয়া হিসেবে ইন্সটাগ্রাম লাইভ হলো গ্রেট একটা ফিচার রিয়াল টাইম অডিয়েন্সের সাথে কানেক্ট থাকার। সবসময় সিরিয়াস কোনো ব্যাপারেই লাইভ করতে হবে এমন না। ব্র্যান্ড এবং প্রোডাক্ট প্রেজেন্টেশন লাইভের পাশাপাশি আড্ডা লাইভ করতে পারেন অডিয়েন্সের সাথে যেখানে অডিয়েন্সের বিভিন্ন কনফিউশান এবং প্রশ্নের উত্তর দিতে পারেন। প্রোডাক্ট এর কোনো কাস্টমার রিভিউ শেয়ার করতে পারেন এবং প্রোডাক্ট এর বেনেফিট গুলিও পার্সোনালি তাদের সাথে আলোচনা করতে পারেন।
হ্যাশট্যাগ ব্যবহার
ইন্সটাগ্রাম হ্যাশট্যাগ হলো সুপার পাওয়ারফুল একটা টুল যেকোনো কনটেন্ট এর রিচ বাড়ানোর। ব্র্যান্ড এবং প্রোডাক্ট এর যে ভিডিও কনটেন্ট, রাইটিং কনটেন্ট ক্রিয়েট করেছেন সেগুলির রিচ বাড়ানোর জন্য প্রোপার এবং রিলেভ্যান্ট হ্যাশট্যাগ ব্যবহার করুন। হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে আপনার কোয়ালিটি কনটেন্ট গুলি লার্জ নাম্বার অডিয়েন্সের সামনে আপনি নিয়ে আসতে পারবেন যেটা ব্র্যান্ড এওয়ারনেস বাড়ায়। তবে, হ্যাশট্যাগ ব্যবহার করার আগে অবশ্যই রিসার্চ করে নিবেন ঠিক কোন টাইপের হ্যাশট্যাগ আপনার কনটেন্ট এর সাথে রিলেটেড এবং ট্রেন্ডি। যদি রিসার্চ করতে প্রব্লেম হয় সেক্ষেত্রে বিভিন্ন হ্যাশট্যাগ জেনারেটর টুলস আছে সেগুলি ব্যবহার করতে পারেন। তাহলেই আপনি মেইক শিউর করতে পারবেন আপনার পোস্ট টার্গেটেড অডিয়েন্সেকে রিচ করতে পারছে এবং আপনার ব্র্যান্ড এওয়ারনেস বিল্ট হচ্ছে। এক্সট্রা এডভান্টেজ হিসেবে ট্রেন্ডি হ্যাশট্যাগ গুলিও ব্যবহার করতে পারেন।
ইন্টারেক্টিভ ফিচার
ইন্সটাগ্রাম এ এমন কিছু ইউনিক, আই ক্যাচিং ফিচার রয়েছে যেগুলো আপনাকে নতুন এবং ক্রিয়েটিভ ইন্সটাগ্রাম মার্কেটিং আইডিয়া জেনারেট করতে হেল্প করবে। নতুন আইডিয়া জেনারেট করে সেগুলি ইউটিলাইজ করার জন্য ফিচার গুলো কে কাছে লাগান। যেমন, Polls এবং Quizzes এর এরেঞ্জ করতে পারেন এনগেজমেন্ট বৃদ্ধি করার জন্য।
প্রোফাইল অপটিমাইজেশন
আমরা সবাই জানি ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্যা লাস্ট ইম্প্রেশন। আমরা যখনই কিছু দেখি আর সেটা যদি আই ক্যাচিং এবং এট্রাক্টিভ হয় তাহলে ওই জিনিসটার প্রতি আমাদের ইন্টারেস্ট বাড়ে। এজন্য ইন্সটাগ্রাম ব্র্যান্ড প্রোফাইল এমন ভাবে অপটিমাইজড করুন যেটা কয়েক সেকেন্ডের মধ্যেই একদম এক্সাক্ট ডিটেইলস প্রোভাইড করে পটেনশিয়াল কাস্টমার এবং অডিয়েন্সের কাছে।
একটা আই ক্যাচিং বায়ো যেটা ব্র্যান্ড কে রিপ্রেজেন্ট করে, একটা কল টু একশন বাটন এবং ইউনিক, আই সুথিং প্রোফাইল পিকচার যেগুলি হলো বেসিক নিড প্রোফাইল অপটিমাইজেশন এর জন্য।
ইন্সটাগ্রাম স্টোরি ফর ব্র্যান্ড
ইন্সটাগ্রামের বেস্ট একটা ফিচার হলো ইন্সটাগ্রাম স্টোরি। ইন্সটাগ্রাম স্টোরি হলো এমন এট্রাক্টিভ একটা বিষয় যেটা ইউসার রা সবচেয়ে বেশি ফলো করে এবং দেখে। এটা একটা টুল হিসেবেও কাজ করে যেটা এনগেজমেন্ট বাড়ায়। ইন্সটাগ্রাম স্টোরিতে আপনি অনেক ইউনিক ইন্সটাগ্রাম মার্কেটিং আইডিয়া পাচ্ছেন যেগুলির মাধ্যমে অডিয়েন্সের কাছে আপনার ব্র্যান্ড কে আরো ফেমিলিয়ার করে তুলতে হেল্প করবে।
ইন্সটাগ্রাম স্টোরি কে আরো ইন্টারেস্টিং করে তুলতে পারেন Q&As, polls এবং ওয়েবসাইট ব্যাকলিংক করার মাধ্যমে। পাশাপাশি স্টোরি তে হাইলাইট অপশনের মাধ্যমে প্রোডাক্ট হাইলাইট ভিডিও স্টোরি গুলো সেইভ করে রাখতে পারবেন, যাতে করে অডিয়েন্স আবারো পরবর্তী তে সেটা দেখতে পারে।
স্পনসর এড এর ব্যবহার
ব্র্যান্ড প্রমোট এবং মার্কেটিং এর জন্য আপনার অনেক অনেক বাজেট থাকে৷ ওইসব বাজেটে ইন্সটাগ্রাম স্পনসর এড মার্কেটিং এর জন্যও বাজেট রাখুন। এবং স্পনসর এডস এর জন্য ইনভেস্ট করুন। আপনার প্রোডাক্ট, সার্ভিসের জন্য ক্রিয়েট করা বেস্ট ভিডিও টি আপনি সিলেক্ট করতে পারেন ব্র্যান্ড এডভার্টাইসিং এর জন্য। সুতরাং বাজেট সেট করে ফেলুন এবং ব্র্যান্ড কে বুস্ট করুন, এটার মাধ্যমে আপনি এক্টিভ ইউসার দের রিচ করতে পারবেন যারা সিমিলার ব্র্যান্ড গুলোর সাথে এনগেজড আছে।
ফাইনালি, ইন্সটাগ্রাম এখন সামাজিক যোগাযোগ মাধ্যম হওয়ার পাশাপাশি মার্কেটিং টুল হিসেবেও বেশ পরিচিত। রাইট মার্কেটিং এফোর্ট এর সাথে ইন্সটাগ্রাম মার্কেটিং ব্র্যান্ড কে হেল্প করে তার টার্গেটেড ডেসটিনেশন এ রিচ করতে। সন্দেহ নেই এখানে অনেক কম্পিটিশন রয়েছে যেহেতু প্রত্যেক ব্র্যান্ড সচেতন মানুষ ব্র্যান্ডের সাথে ইন্সটাগ্রাম কে কানেক্ট করছে। কিন্তু যদি ক্রিয়েটিভ এবং রাইট ওয়েতে মার্কেটিং করতে পারেন এবং ইন্সটাগ্রাম মার্কেটিং আইডিয়া গুলিকে কাজে লাগাতে পারেন তাহলে আপনার ব্র্যান্ডের জন্য ও ইন্সটাগ্রাম মার্কেটিং ব্লেসিংস হিসেবে কাজ করবে।