ওয়েজলি  (Wagely) – কর্মীদের জন্য ফিন্যান্সিয়াল ওয়েলবিং প্ল্যাটফর্ম

Share This Post

মাস শেষে বেতন পাবার আগেই জরুরি টাকার প্রয়োজন? ধার কোথা থেকে পাবেন এই নিয়ে বেশ চিন্তিত? কেমন হতো যদি আপনি আপনার আয় করা বেতন এর ১ টি অংশ আগেই পেয়ে যেতেন মাত্র কয়েকটি ক্লিক এ?

ওয়েজলি (Wagely) বাংলাদেশ এর প্রধান আয় করা বেতন প্রদান সেবা। ওয়েজলি (Wegely) এর সাহায্যে আপনি পেয়ে যেতে পারেন আপনার আয় করা বেতন এর ১ টি অংশ মাত্র কয়েকটি ক্লিক এর মাধ্যমে। যেহেতু ওয়েজলি  (Wagely)  কোন ধাঁর বা দেনা দেয়ার মাধ্যম নয়, তাই টাকা ফেরত দেয়া অথবা সুদ দেয়ার কোন চিন্তাই নেই। যার কারনে আপনি কোন চিন্তা ছারাই ব্যাবহার করতে পারবেন আপনার বেতন এর অংশ টি।

চলুন জানা যাক ওয়েজলি  (Wagely)  সম্পর্কে। 

ব্যাকগ্রাউন্ড (Background)

আর্থিক স্বচ্ছলতা বলতে একজন ব্যক্তির  স্বাভাবিক আর্থিক অবস্থাকে বোঝায় । আর্থিক স্বচ্ছলতা মানসিক জীবনের এমন একটি অংশ যা শারীরিক, মানসিক উভয়ের  জন্যে গুরুত্বপুর্ন । 

চাকরীজিবিদের ক্ষেত্রে  আর্থিক চাপ তাদের ব্যক্তিগত এবং পেশাগত উভয় জীবনেই নেতিবাচক প্রভাব ফেলে

হিউমেন রিসোর্স এক্সেকিউটিভ এর মতে ৬৯% কর্মী তাদের আর্থিক  চাপের মধ্যে থাকে এবং ৭২% কর্মক্ষেত্রে তাদের ব্যক্তিগত অর্থ নিয়ে উদ্বিগ্ন।

ওয়েজলি (Wagely) তাদের মার্কেট রিসার্চ এর মাধ্যমে জানতে পেরেছে যে বাংলাদেশ এ ৭৫% কর্মজীবী মানুষ পে চেক থেকে পে চেক এ জীবন কাটাচ্ছে। আর এই সময় এর ভিতর কোন টাকার প্রয়োজন হলে তারা টাকা ধাঁর নিতে বাধ্য হয়ে থাকে। এছারাও এই ঋণ এর পরিমান বেরে গেলে তারা কঠিন অর্থনৈতিক সমস্যায় পরে থাকে। যার ফলে কর্মীরা তাদের ঋণ এর বোঝা তাদের মধ্যে মানসিক অসুস্থতা তৈরী করে এবং কাজের উৎপাদনশীলতা কমিয়ে থাকে।

Wagely ইন্দোনেশিয়াতে তাদের এই আর্থিক সেবা প্রদান করে আসছে এবং সম্প্রতি  Wagely এই সমস্যার সমাধান এর কথা চিন্তা করে বাংলাদেশেও তাদের এই সেবা নিয়ে এসেছে। 

চলুন জেনে নেই ওয়েজলি মুলত কিভাবে কাজ করে?

ওয়েজলি হল একটি কর্মচারী সুবিধা সমাধান যা কর্মচারীদের বেতন-দিনের আগে তাদের অর্জিত মজুরির একটি অংশ অ্যাক্সেস করতে দেয়। এটি কর্মচারীদের সময়মতো বিল পরিশোধ করতে, বিলম্বিত ফি এড়াতে এবং অপ্রত্যাশিত খরচ কভার করতে সহায়তা করে।

চলুন জেনে নেই এটি কিভাবে কাজ করে – 

  • একজন কর্মচারী যখন ওয়েজলিতে সাইন আপ করেন এবং তখন তারা ওয়েজলির সাথে তাদের  ব্যাংক অ্যাকাউন্ট কিংবা  বিকাশ অ্যাকাউন্ট সংযুক্ত করেন।
  • অ্যাকাউন্ট তৈরির পরে কর্মচারী তখন তাদের অর্জিত মজুরির একটি নির্দিষ্ট পরিমাণ পরিশোধ করার জন্য অনুরোধ করতে পারেন।
  • ওয়েজলি অনুরোধটি প্রক্রিয়া করে এবং কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে অথবা বিকাশ অ্যাকাউন্টে অর্থ ট্র্যান্সফার করা হয়।
  • প্রাথমিক অর্থপ্রদানের পরিমাণ কর্মচারীর পরবর্তী পে-চেক থেকে কাটা হয়।

সার্ভিস (Service)

ওয়েজলি (Wagely) হল একটি কর্মচারী সুবিধা সমাধান যা নিয়োগকর্তারা তাদের কর্মচারীদের বেতন এর মধ্যবর্তী সময়ের আর্থিক ঘাটতি কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। Wagely এর মাধ্যমে,কর্মচারীরা তাদের অর্জিত অর্থের কিছু অংশ ব্যবহার করতে সক্ষম হয় যার মাধ্যমে কর্মীরা তাদের প্রয়োজনের সময় আর্থিকভাবে স্থিতিশীল হতে পারে।

ওয়েজলি (Wagely) নিয়োগকর্তাদের সাথে পার্টনারশিপ এর মাধ্যমে তাদের কর্মচারীদের আর্থিক সুস্থতা প্রদান করে থাকেন। একবার নিয়োগকর্তা তাদের কর্মচারীদের কর্মচারী সুবিধা হিসাবে মজুরি দিতে সম্মত হলে, কর্মচারীরা তাদের অর্জিত মজুরি ওয়েজলি (Wagely) অ্যাপের মাধ্যমে ব্যাবহার করতে পারবেন। পরিষেবাটি ৪৮  ঘন্টার মধ্যে লাইভ হতে পারে। ওয়েজলি (Wagely) সাইট ইমপ্লিমেন্টেশান এবং প্রশিক্ষণ দিয়ে থাকেন।

ওয়েজলি (Wagely) বাংলাদেশ ও ইন্দোনেশিয়া তে তাদের সেবা দিয়ে থাকে।

অর্জন (Award)

বর্তমানে ওয়েজলি (Wagely)  বাংলাদেশ এ SQ Group, Youth Group, এবং Classic Composite এর সাথে কাজ করছে।

  • SQ Group ওয়েজলি বাংলাদেশের প্রথম পার্টনার।
  • এটি আরএমজি শিল্পে প্রথম প্রতিষ্ঠান যা EWA (Earned Wage Access) সেবা চালু করেছে।
  • প্রতিষ্ঠান টি থেকে এখন পর্যন্ত 16,000 নিবন্ধন হয়েছে এবং EWA (Earned Wage Access) সেবা এর নিয়মিত ব্যবহার করছে।
  • এছারাও বর্তমানে দেশের বৃহত্তম পোশাক প্রস্তুতকারকদের মধ্যে 50,000 এরও বেশি কর্মীদের সেবা প্রদান করছে।
  •  Wagely এশিয়ার ইন্দোনেশিয়া এবং বাংলাদেশে নিম্ন-মধ্য-মধ্যম আয়ের কর্মীদের আর্থিক অন্তর্ভুক্তি সমর্থন করে কাজ করার জন্য ২০২২ ইনক্লুসিভ ফিনটেক 50 (IF50) এর বৈশ্বিক বিজয়ীদের মধ্যে নামকরণ করা হয়েছে।

বিনিয়োগ (Funding)

এ পর্যন্ত ওয়েজলি (Wagely)  প্রায় ১৩.৯ মিলিয়ন মার্কিন ডলারে ফান্ডিং পেয়েছে. এই মার্চে, ওয়েজলি (Wagely)  প্রি সিরিজ এ ফান্ড হিসাবে প্রায় ৮.৩ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে যা তারা সঞ্চয়, বীমা, দীর্ঘমেয়াদী কিস্তি ঋণ এবং আর্থিক সাক্ষরতাকে উত্সাহিত করার জন্য স্কিম প্রবর্তনের ব্যবহার করার পরিকল্পনা করেছে।

এখন পর্যন্ত যেসব কোম্পানি স্টার্টআপটি’তে ইনভেস্ট করেছেন তারা হলেনঃ-

  • East Ventures (ইস্ট  ভেঞ্চার্স)
  • Integra Partners, (ইন্টেগ্রা পার্টনারস)
  • Asian Development Bank, (এসিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক) 
  • Trihill Capital, (ট্রাইহিল ক্যাপিটাল) 
  • Blauwpark Partners, (ব্লাপার্ক পার্টনারস)
  • 1982 Ventures (১৯৮২ ভেঞ্চার্স) 

ভবিষ্যৎ (Future Plan)

যদিও ওয়েজলি (Wagely) আরএমজি সেক্টরের কর্মীদের উপর ফোকাস করে শুরু করেছে, তারা ভবিষ্যতে ফার্মা শিল্পের কর্মীদের কাছে পৌঁছাতে চায় এবং এমনকি সহকর্মী স্টার্টআপগুলিকেও এই পরিষেবাটি প্রদান করতে চায়।

অদূর ভবিষ্যতে, ওয়েজলি এসএমএস-এর মাধ্যমে আর্থিক সাক্ষরতা প্রচার করার পরিকল্পনা করেছে যাতে কর্মীদের কীভাবে অর্থ পরিচালনা করতে হয় এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে হয় তা শেখানো হবে। 

Don't wait!
Get the expert business advice You need in 2022

It's all include in our newsletter!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More To Explore
ডিজিটাল মার্কেটিং এ নিশ বেজড কম্পিটিটর রিসার্চ কিভাবে করবেন
Marketing

ডিজিটাল মার্কেটিং এ নিশ বেজড কম্পিটিটর রিসার্চ কিভাবে করবেন?

আপনার বিজনেস নিশ কি হবে? কি নিয়ে কাজ করবেন? বা কোন মার্কেটিং স্ট্র্যাটেজিই এপ্লাই করবেন। সব কিছু সিলেক্ট করার আগে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে কম্পিটিটর

প্যাশনকে প্রিন্ট-অন-ডিমান্ড সাকসেস এ পরিণত করুন
Marketing

প্যাশনকে প্রিন্ট-অন-ডিমান্ড সাকসেস এ পরিণত করুন

জীবনে সাকসেসফুল হতে হলে অবশ্যই আপনাকে আপনার যেকোনো ধরনের কাজের প্রতি দৃঢ় প্যাশন গড়ে তুলতে হবে। আমাদের সকলের কিছু ভালো লাগার জিনিস রয়েছে যেমন ছবি আঁকা।