৬টি স্ট্রেটেজি ফলো করে ইন্সটাগ্রাম সেলস বৃদ্ধি করুন 

৬টি স্ট্রেটেজি ফলো করে ইন্সটাগ্রাম সেলস বৃদ্ধি করুন 
Share This Post

আপনি কি আপনার ইন্সটাগ্রাম সেলস অধিক পরিমাণে বৃদ্ধি করে অনলাইন বিজনেসকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? 

আজকের ডিজিটাল যুগে, ইন্সটাগ্রাম তাদের রীচ আরও অধিক পরিমাণে প্রসারিত করতে, অডিয়েন্সের সাথে যুক্ত হতে, এবং সেল ড্রাইভ করতে বিজনেসের ক্ষেত্রে দারুন এক মাইলফলক হিসেবে কাজ করছে। এক বিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী নিয়ে, এই প্ল্যাটফর্মটি অসংখ্যা মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। 

৬টি স্ট্রেটেজি ফলো করে ইন্সটাগ্রাম সেলস বৃদ্ধি করুন 

তাই ইনস্টাগ্রামের এই সম্ভাবনাকে কাজে লাগানোর মাধ্যমে ইন্সটাগ্রাম সেলস বৃদ্ধি করার কার্যকরী ৬টি স্ট্রাটেজি নিয়ে আমরা আজকে জানবো। 

১। ইন্সটাগ্রাম প্রোফাইল অপ্টিমাইন করুন

ইনস্টাগ্রামের বেলায়, আপনার প্রোফাইল হলো আপনার ডিজিটাল স্টোরফ্রন্ট। 

আপনার সম্ভাব্য গ্রাহকেরা সর্বপ্রথম আপনার প্রোফাইল দেখার মাধ্যমেই আপনার সাথে তাদের যাত্রা শুরু করবে। তাই প্রোফাইলটি এমনভাবে সাজাতে হবে যেন গ্রাহক খুব ভালোভাবেই ইম্প্রেস হয়। 

ইন্সটাগ্রাম প্রোফাইল অপ্টিমাইন করুন

এক্ষেত্রে, 

  • প্রোফাইল পিকচার এ আপনার ব্র্যান্ডের লোগো কিংবা প্রফেশনাল কোনো ছবি রাখুন যা আপনার বিজনেসের সাথে সম্পর্কিত। 
  • আপনার বিজনেস মূলত কি নিয়ে সেটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত, তবে আকর্ষণীয় এমন বায়ো লিখুন। 
  • প্রাসঙ্গিক কীওয়ার্ড ব্যবহার করুন। 
  • আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ওয়েবসাইট লিংক যুক্ত করতে ভুলবেন না। 

**প্রো টিপ:** গ্রাহক ধরে রাখতে এবং তাদের বিভিন্ন প্রোমোশন কিংবা নতুন প্রোডাক্ট সম্পর্কে জানাতে নিয়মিতভাবে আপনার প্রোফাইল ছবি এবং বায়ো আপডেট করুন। 

২। হাই-কোয়ালিটি এবং প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি 

ইন্সটাগ্রাম একটি ভিজ্যুয়াল প্ল্যাটফর্ম, এক্ষেত্রে কন্টেন্ট কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ। 

প্রাসঙ্গিক কন্টেন্ট সত্যি বলতে ইন্সটাগ্রাম সেলস বৃদ্ধি করার পাশাপাশি আপনার ব্র্যান্ড স্টোরিতে নতুন এক মাত্রা যুক্ত করবে। 

অডিয়েন্সের মনোযোগ ক্যাপচার করার এবং তাদের মধ্যে স্থায়ী ইম্প্রেশন তৈরি করার একটি বড় সুযোগ হচ্ছে প্রিমিয়াম কন্টেন্ট। 

হাই-কোয়ালিটি এবং প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি 
  • ভালো কন্টেন্ট মানেই আকর্ষণীয় ছবি কিংবা ভিডিও পোস্ট করা নয়, বরং কাস্টমারদের সাথে ইতিবাচক সংযোগ তৈরি করা। 
  • কন্টেন্টে আপনার ব্র্যান্ড পারসোনালিটি তুলে ধরুন, গুরুত্বপূর্ণ ইনসাইট প্রকাশ করুন ইত্যাদি। 

যখন আপনি এমন সব কন্টেন্ট তৈরিতে ইফোর্ট দিচ্ছেন যেগুলো সত্যিই অডিয়েন্সের সাথে কথা বলে, তখন কেবল আপনার সেলসই বৃদ্ধি পাবেনা, সেই সাথে আপনার স্থায়ী কাস্টমার তৈরি হবে এবং তাদের সাথে একটি চমৎকার সম্পর্ক ও তৈরি হবে। 

    **প্রো টিপ:** আপনার বিষয়বস্তুকে বৈচিত্র্যময় করতে এবং আপনার অডিয়েন্সের বিভিন্ন সেগমেন্টে পৌছাতে ইনস্টাগ্রামের বিভিন্ন ফিচার যেমন স্টোরি, রিল, এবং IGTV ব্যবহার করুন। 

৩। ইউজার-জেনারেটেড কন্টেন্ট লিভারেজ 

কাস্টমারদের আপনার পণ্য অথবা সার্ভিস সম্পর্কে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত করুন। এক্ষেত্রে যখন অন্যান্য মানুষজন এমন সব রিভিও দেখবে, তারাও আপনার প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহ প্রকাশ করবে।   

ইউজার-জেনারেটেড কন্টেন্ট লিভারেজ 

এক্ষেত্রে,

  • আপনি আপনার ব্র্যান্ডের জন্য একটি ইউনিক হ্যাশট্যাগ তৈরি করতে পারেন এবং কাস্টমারদের এটি ব্যবহার করার জন্য অফার করতে পারেন।
  • আপনার প্রোডাক্ট নিয়ে করা কাস্টমারদের রিভিউ পোস্ট আপনার প্রোফাইলে শেয়ার করুন এবং তাদের রিভিউ প্রদানের জন্য ছোট-খাটো গিফট এর ব্যবস্থা করতে পারেন। 

   **প্রো টিপ:**  অডিয়েন্সকে নিয়মিত রিভিউ প্রদানে অংশগ্রহণ করাতে এবং মোটিভেট করতে UGC কনটেস্ট অথবা গিভ-ওয়্যে অফার করতে পারেন। 

৪। অডিয়েন্সের সাথে যথাযথ বন্ডিং 

অডিয়েন্সের সাথে যথাযথভাবে সংযুক্ত হওয়া- আপনার ইন্সটাগ্রাম সেলস এ অন্যরকম প্রভাব ফেকবে,  অডিয়েন্সের সাথে আপনার বন্ডিং যত ভালো হবে, কমিউনিটি তত শক্তিশালী হবে, এবং এটি আপনার সেলিং এ সরাসরি প্রভাব ফেলবে। 

অডিয়েন্সের সাথে যথাযথ বন্ডিং 
  • কাস্টমারদের কমেন্ট এবং ম্যাসেজের রিপ্লে তাৎক্ষণিক দেওয়ার চেষ্টা করা।
  • তাদের সাপোর্টের জন্য মাঝেমধ্যে এপ্রিশিয়েট করা।
  • যেকোনো সমস্যা প্রফেশনালি হ্যান্ডেল করার চেষ্টা করা। 

      **প্রো টিপ:**  পোস্ট করা এবং কাস্টমারদের সাথে সংযুক্ত হওয়ার সর্বোত্তম সময় খুঁজে বের করতে ইন্সটাগ্রাম এর বিল্ট-ইন এনালিটিক্স ব্যবহার করা। 

৫। ইন্সটাগ্রাম এড 

ইন্সটাগ্রাম এমন একটি এডভার্টাইজিং প্লাটফর্ম যা আপনাকে একটি বড় পরিসরের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌছাতে সাহায্য করবে। এর মাধ্যমে আপনি টারগেট ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, এবং বিহেইভার বাছাই করতে পারবেন যা আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সঠিক কাস্টমারের কাছে পৌছে দিবে।

ইন্সটাগ্রাম এড 
  • ইন্সটাগ্রাম এড কার্যকরীভাবে আপনার সেল বুস্ট করবে, বিশেষ করে যখন আপনি আপনার বিজনেস গ্রো করার কথা চিন্তা করবেন।

      **প্রো টিপ:** আপনার এডসমূহের পারফরমেন্স অপ্টিমাইজ করতে এবং  এড খরচ হ্রাস করতে নিয়মিত A/B টেস্ট করতে পারেন।

৬। ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেট 

ইন্সটাগ্রাম সেলস বুস্ট করার ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার মার্কেটিং একটি অন্যতম কার্যকর উপায়। নিশের সাথে সম্পর্কিত এমন ইনফ্লুয়েন্সারদের সাথে কলাবোরেটিং করার ফলে আপনার ব্র্যান্ড আরও অধিক পরিমাণে অডিয়েন্সের সাথে যুক্ত হতে পারবে।  

ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেট 
  • এমন ইনফ্লুয়েন্সারদের বাছাই করুন যাদের ফলোয়ার্স আপনার টারগেট কাস্টমার বেস এর সাথে সম্পর্কিত। 

     **প্রো টিপ:**  যারা সত্যিকার অর্থে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে উৎসাহী, এমন  ইনফ্লুয়েন্সারদের বাছাই করুন। 

উপসংহার

ই-কমার্সের জগতে, ইন্সটাগ্রাম সোনার খনি হিসেবে কাজ করছে। এই ছয়টি কৌশল অনুসরণ করে, আপনি আপনার ইন্সটাগ্রাম সেলস বৃদ্ধি করার পাশাপাশি বিজনেস এমনভাবে গ্রো করতে পারবেন যা আগে কখনো হয়নি। তবে মাথায় রাখতে হবে, ফলাফল রাতারাতি আসবেনা, এর জন্য অবশ্যই অনেক ইফোর্ট দিতে হবে, ইন্সটাগ্রাম সম্পর্কে আরও অনেক রিসার্চ করতে হবে।

Don't wait!
Get the expert business advice You need in 2022

It's all include in our newsletter!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More To Explore
আপনার ব্যবসার উন্নতি করতে ডেটা অ্যানালিটিক্স কীভাবে ব্যবহার করবেন
Marketing

আপনার ব্যবসার উন্নতি করতে ডেটা অ্যানালিটিক্স কীভাবে ব্যবহার করবেন

বিশ্বব্যাপী প্রযুক্তির উন্নতির সাথে সাথে,বিজনেস ম্যানেজমেন্ট এর প্রিপারেশন গুলো ও এখন নির্ভর করছে ডেটা অ্যানালিটিক্সে। ডেটা অ্যানালিটিক্স গুলো বর্তমানে ডিজিটাল বিজনেস গুলোতে গুরুত্বপূর্ণ একটি টুলস

সর্বাধিক ROI এর জন্য আপনার PPC বিডগুলো কিভাবে অপ্টিমাইজ করবেন
Marketing

সর্বাধিক ROI এর জন্য আপনার PPC বিডগুলো কিভাবে অপ্টিমাইজ করবেন

PPC বিড অপটিমাইজেশন সম্পর্কে বিস্তারিত জানার আগে , প্রথমে আমাদের এই বিষয়ে একটি ওভারঅল আইডিয়া নেয়া প্রয়োজন।  পেইড সার্চ মার্কেটিং বা PPC (Pay-Per-Click) হল এমন