বাংলাদেশী জনপ্রিয় অনলাইন ট্রাভেল সল্যুশন প্ল্যাটফর্ম “গো জায়ান “

অনলাইন ট্রাভেল সল্যুশন
Share This Post

ভ্রমণ হোক দেশে কিংবা বিদেশে, অবসর সময় কিংবা কাজের জন্য সবক্ষেত্রেই ভ্রমণ সবারই পছন্দ। খুব কম সংখ্যক মানুষ পাওয়া যাবে যারা ভ্রমন পছন্দ করে না। নিজের গতানুগতিক পরিবেশ থেকে অন্য একটি পরিবেশে গেলে যেমন একঘেয়েমি দূর হয়, তেমনি আবার মনও সতেজ হয়। কিন্তু এই সময়টাতেই আমাদের খুব বেশি প্রয়োজন হয় ট্রাভেল সল্যুশন, অর্থাৎ ট্রাভেলিং এর একটি পরিকল্পিত সুশৃঙ্খল ব্যবস্থাপনা যার মাধ্যমে আপনার ভ্রমনের এক্সপেরিয়েন্স হয়ে উঠবে আরো সহজ।

যখন ট্রাভেল করতে যাব তখন অনেকগুলো সমস্যা আমরা ফেস করে থাকি। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো টিকেট বুকিং এবং হোটেল বুকিং করা, যা খুবই সময় সাপেক্ষ। কিন্তু প্রযুক্তির কল্যানে যা আমরা এখন খুব সহজেই করতে পারছি বিগত বেশ কয়েক বছর ধরে। বাংলাদেশী ট্রাভেল টেক প্ল্যাটফর্ম গুলো এই সুবিধাটি বেশ দারুনভাবে দিয়ে আসছে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় অনলাইন ট্রাভেল সল্যুশন “গো জায়ান “, যারা নিজেদের অনলাইন ট্রাভেল এজেন্সী হিসেবে পরিচিত করে আসছে। সময়ের সাথে সাথে নিজেদের আরো অনেক আপডেট করে চলছে। 

গো জায়ান এর সার্ভিস

গো জায়ান, একটি বাংলাদেশী অনলাইন ওয়ান স্টপ ট্রাভেল সল্যুশন। আপনার ভ্রমনের টিকিট বুকিং হতে শুরু করে আপনার হোটেল এর রুম বুক করা পর্যন্ত সকল ধরনের সার্ভিস সুবিধা দিয়ে আসছে এই প্ল্যাটফর্মটি। 

গো জায়ান মূলত এয়ার টিকিটিং সার্ভিস কে টার্গেট করে তাদের যাত্রা শুরু করেছিল। তাদের মূল সার্ভিস ছিলো অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান টিকেট সুবিধা প্রোভাইড করা । কিন্তু পরবর্তিতে তারা তাদের ক্লাইন্টদের ভিসা প্রসেসিং এবং হোটেল বুকিং দিতে সহযোগিতা করে আসছে এবং পাশাপাশি অফার, ডিসকাউন্ট এবং কুপন সুবিধা প্রোভাইড করে সহযোগিতা করে আসছে বাংলাদেশী ভ্রমণ প্রিয় মানুষদের। 

অনলাইন ট্রাভেল সল্যুশন গো জায়ান

গো জায়ান এর ওয়েবসাইটের মাধ্যমে ফ্লাইট, হোটেল, বাস, ভিসা, ট্রাভেল লোন এই সার্ভিসগুলো অনায়াসে উপভোগ করতে পারবে যে কেউ। খুব সহজেই আপনি আপনার পছন্দ অনুযায়ী সিটি, হোটেল, এরিয়া সিলেক্ট করে দিতে পারবেন। আপনি চেক ইন কবে করবেন, চেক আউট কবে করবেন, কয়টা রুম লাগবে অথবা কয়জন থাকবেন সকল কিছু আপনি আপনার পছন্দমত সেট করে নিতে পারবেন খুব সহজেই। 

বাস সুবিধার জন্যে আপনি আরো দেখতে পারবেন ওয়েব এর মাধ্যমে কোন বাস এ কয়টা সিট খালি আছে এবং কোন কোন সময়ে আপনার  আপনার পছন্দনীয় বাসটি এভেইলেবল আছে। এছাড়াও এই জনপ্রিয় প্ল্যাটফর্মটি বিভিন্ন ট্রাভেল করার পিকিং সময়কে টার্গেট করে বিভিন্ন টুর প্ল্যান শেয়ার করে এবং হোস্ট করে থাকে। 

যার মাধ্যমে যে কারো পক্ষে দারুণভাবে আপনি বাংলাদেশী বিভিন্ন প্লেস কভার করাটাও অনেক বেশি সহজ হয়। ‘গো জায়ান’ ট্রাভেল সল্যুশন প্ল্যাটফর্মের সবচেয়ে ভ্যালুয়েবল বিষয়টি হলো এখানে প্রাইজ রেঞ্জ উল্লেখ করে দেয়া থাকে যার মাধ্যমে আপনি আপনার নাগালের বাজেট অনুসারে প্যাকেজ সেট করতে পারবেন। আপনার জন্য উপযুক্ত প্যাকেজটি কাস্টমাইজ করে দেখতে পারবেন। এই পুরো প্রসেসটি খুবই সহজ এবং কয়েক মিনিটের মধ্যে তাদের ওয়েবসাইট এর মাধ্যমে।

এছাড়া এই প্ল্যাটফর্মটি বাংলাদেশ এর বিভিন্ন ট্রাভেল হোস্ট প্ল্যাটফর্ম, ট্রাভেল বেসড ব্লগার এবং রিসোর্টগুলোর সাথেও যৌথ ক্যাম্পেইন এর মাদ্ধমে গ্রাহকদের বিভিন্ন অফার প্যাকেজ প্রোভাইড করে থাকে। অনলাইনে ট্রাভেল সার্ভিস আরও জনপ্রিয় করতে গো জায়ান স্থানীয় এয়ারলাইন্স, আন্ত-নগর বাস ফার্ম, হোটেল এবং ট্যুর অপারেটরদের সাথে দারুণভাবে কাজ করে আসছে।

মহামারী চলাকালীন, পর্যটন ইন্ডাস্ট্রি অনেকটা স্থবির হওয়ার কারণে, গো জায়ান লোকাল পর্যটনের দিকে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছে এবং গত ১২ মাসে ৫ গুন বেশি ডেভেলপমেন্ট করার গৌরব অর্জন করেছে প্ল্যাটফর্মটি।

গো জায়ান এর শুরুর দিকের গল্প

এই জনপ্রিয় প্ল্যাটফর্মটি ফাউন্ডার এবং সিইও রিদওয়ান হাফিজ, যিনি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা একজন তরুন। তার পুরো পরিবার থাকেন আমেরিকাতে। পরিকল্পনা ছিলো তিনিও চলে যাবেন। কিন্তু একসময় তিনি অনুভব করলেন দেশ থেকে পড়াশোনা করে বাহিরে চলে গেলে তো দেশের জন্য কিছু করা হল না। তিনি চেয়েছিলেন দেশের জন্য কিছু করতে।

অনলাইন ট্রাভেল সল্যুশন গো জায়ান এর সিইও

তখন বিশ্বব্যাপী খুব জনপ্রিয় হয়ে উঠেছিল ট্রাভেল টেক প্ল্যাটফর্মগুলো। ভ্রমণ প্রিয় মানুষ এবং তরুন প্রজন্ম খুবই আগ্রহে অপেক্ষা করছিলেন একটি অনলাইন সমাধান পাওয়ার জন্য। সময়মতো তাদের আগ্রহের সমাপ্তি ঘটিয়েই এলো, বাংলাদেশী অনলাইন ট্রাভেল সল্যুশন গো জায়ান। রিদওয়ান হাফিজ ২০১৭ সালের ১০ আগষ্ট গো জায়ান প্রতিষ্ঠা করেন। ২০১৭ সালে গড়ে উঠা এই ট্রাভেল টেক প্লাটফর্মটি এখন বাংলাদেশী মানুষের বেশ আস্থার জায়গা অর্জন করে নিয়েছে। 

গো জায়ান এর সর্বোচ্চ চ্যালেঞ্জ ছিলো ট্রেডিশনাল কাস্টমারদের টেকনলোজি প্ল্যাটফর্মে নিয়ে আসা।  প্রথম দিকে তাদের আরেকটি চ্যলেঞ্জ ছিলো গো জায়ান এর সার্ভিস নিতে হলে ক্রেডিট কার্দের প্রয়োজন ছিলো। কিন্তু এখন আর শুধু মাত্র ক্রেডিট কার্দে সীমাবদ্ধ নেই। এখন আপনি ব্র্যাক, সিটি এমেক্স, ঢাকা ব্যাঙ্ক, ইবিএল, লংকাবাংলা, স্ট্যান্ডার্ড চার্টার্ড, বিকাশ, নগদ যেকোনো উপায়ে পে করতে পারবেন। বর্তমানে ঢাকার অভিজাত এরিয়া গুলশান ০ এ তাদের কর্পোরেট অফিস পরিচালনার পাশাপাশি লিঙ্কেডিন এ দেয়া তথ্য অনুসারে তাদের এমপ্লয়ী সংখ্যা ৫০ জনের বেশি।

ফান্ডিং

রিসেন্টলি গো জায়ান প্রথমবারের মতো তাদের ফান্ডিং কালেক্ট করেছে। গ্লোবাল ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম ওয়েভমেকার পার্টনার্সের নেতৃত্বে একটি সীড রাউন্ডে ২.৬ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে এই ট্রাভেল টেক প্ল্যাটফর্মটি। 

এই রাউন্ডে এসইএ-ফোকাসড ভিসি, ১৯৮২ ভেঞ্চারস এবং ইটারেটিভ ও এয়ারবিএনবি চায়না এর মতো ফার্মগুলো অংশগ্রহণ করেছিলেন, প্রাথমিকভাবে বাংলাদেশের মার্কেট এ ফোকাস করে, গো জায়ান তাদের ইউজের এক্সপেরিয়েন্সকে উন্নত করতে, নতুন ট্যালেন্ট আকর্ষণ করতে এবং তাদের কাস্টমার বেস এবং ট্রাভেল সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য নতুন ফান্ডিংটি ব্যবহার করার পরিকল্পনা করেছে।

গো জায়ান (Go Zayaan) তাদের বাংলাদেশের একটি জনপ্রিয় বড় ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চায় যেটি কিনা বাংলাদেশ ছড়িয়ে বা দেশের গন্ডি পেরিয়ে গ্লোবালি মুভ করবে। বাংলাদেশকে শিল্পকে সমৃদ্ধির পথে আরো একধাপ নিয়ে যেতে চায় এই জনপ্রিয় অনলাইন ট্রাভেল সল্যুশন প্ল্যাটফর্ম গো জায়ান।

Don't wait!
Get the expert business advice You need in 2022

It's all include in our newsletter!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More To Explore
PPC কি ? একটি পাওয়ারফুল লিঙ্ক-বিল্ডিং-এ PPC কিভাবে কাজ করে ?
Marketing

PPC কি ? একটি পাওয়ারফুল লিঙ্ক-বিল্ডিং-এ PPC কিভাবে কাজ করে ?

PPC, বা পে-পার-ক্লিক হল একটা ডিজিটাল মার্কেটিং মডেল। এখানে বিজ্ঞাপনদাতারা প্রতিবার তাদের বিজ্ঞাপনে ক্লিক করার সময় একটি ফি প্রোভাইড করে। অনলাইন অ্যাডস বা বিজ্ঞাপনের একটি

১০ টিপস ফলো করে সোশ্যাল মিডিয়া থেকে লিড জেনারেট করুন
Marketing

১০ টিপস ফলো করে সোশ্যাল মিডিয়া থেকে লিড জেনারেট করুন

ডিজিটাল মার্কেটিং এর ফিল্ড হচ্ছে ডায়নামিক আর চেইঞ্জিং। এমন পরিস্থিতিতে লিড জেনারেট করার জন্য সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানো ও তাদের কাস্টমার বেস কে আরো ব্রড