সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কীভাবে মিলিয়ন ডলার আয় করে !

সোশ্যাল মিডিয়া
Share This Post

আসলে তথ্য প্রযুক্তির এই যুগে যেসকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি ভার্চুয়াল কমিউনিটি বা কৃত্রিম সমাজ গড়ে তোলা যায় তাকেই মূলত সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয়। এই প্লাটফর্মে আমরা খুব সহজেই অন্যদের সাথে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন কন্টেন্ট শেয়ার করতে পারি। নিজের অনুভুতি প্রকাশ করতে পারি বিভিন্ন পোস্টের মাধ্যমে। বলে গেলে দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো। অসংখ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে।

তাদের মধ্যে ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, ইউটিউব, পিন্টারেস্ট,ইন্সটাগ্রাম,হোয়াটসঅ্যাপ ইত্যাদি উল্লেখযোগ্য। এখন আমাদের মনে মাঝে মাঝে প্রশ্ন আসে যে আমরা তো প্ল্যাটফর্মগুলো সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করছি তাহলে কিভাবে এই প্ল্যাটফর্মগুলো কিভাবে বিলিয়ন ডলার রেভিনিউ আয় করে সেটা নিয়ে বেশ কৌতূহল থাকে। আজকে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো জনপ্রিয় ০৫ টি মাধ্যম নিয়ে। 

ফেসবুক 

সোশ্যাল মিডিয়া

ফেসবুক বিশ্বের তুমুল জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া মাধ্যম । ফেসবুক আমরা প্রায় সবাই ব্যবহার করি কিন্তু আমরা তো ফেসবুককে কোন টাকা দিই না ডাইরেক্ট । তাহলে ফেসবুক কিভাবে আমাদের ফ্রী সেবা দেয়। অনেকের মাথায় এই প্রশ্নটি আসে কিভাবে আসলে ফেসবুক বিলিয়ন ডলার আয় করে। ফেসবুক তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে অ্যাড বা বিজ্ঞাপন দেখিয়ে প্রধানত রেভিনিউ উপার্জন করে। ২০২০ সালে ফেসবুকের টোটাল ৮৬ বিলিয়ন ডলার আয়ের ৯৮% ই ছিল বিজ্ঞাপন থেকে আসা উপার্জন। বাকি ২% রেভিনিউ এসেছে মূলত ওকুলাস এবং পোর্টাল ডিভাইস সেল এবং ডেভেলপারদের কাছ থেকে আসা পেমেন্ট প্রদানের ফি থেকে। 

ইউটিউব

সোশ্যাল মিডিয়া


সবার আগে আমাদের জানা উচিত ইউটিউব আসলে কি। ভিডিও শেয়ার করার একটি সামাজিক মাধ্যম হচ্ছে ইউটিউব। ২০০৫ সালে যখন ইউটিউব যাত্রা শুরু করেছিল তখন এর সংজ্ঞা দিতে ঐ একটা বাক্যই হয়ত যথেষ্ট ছিল। এখন ইউটিউবে শুধু শেয়ার করা না, ভিডিও ক্লিপ, সিনেমা, গান, ডকুমেন্টরি এবং আরো নানা ধরণের ভিডিওর বিশাল একটি আর্কাইভে পরিণত হয়েছে। গুগোলের অংশ হওয়ার পর থেকে হোস্টেড এডসেন্সের মাধ্যমে এড দেখিয়ে এখান থেকে অর্থ উপার্জনও করা যাচ্ছে। এটা তো জানলাম ইউটিউব সম্পর্কে এখন চলুন জেনে আসি কিভাবে এই প্লাটফর্মটি বিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করে। 

ইউটিউবের আয়ের প্রধান উৎস হল অ্যাড বা বিজ্ঞাপন। তাদের মান্থলি সাবস্ক্রিপশন বিজনেস যেমন ইউটিউব প্রিমিয়াম থেকেও রেভিনিউ জেনারেট করছে। এছাড়া সুপারচ্যাট , চ্যানেল মেম্বারশিপ থেকে ক্রিয়েটররা যে রেভিনিউ আয় করে সেখান থেকে ইউটিউব তার শেয়ার নিয়ে থাকে। ক্রিয়েটরদের বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করতে সহযোগিতা করার জন্য সুপার চ্যাট, চ্যানেল মেম্বারশিপ এর মতো টুলস যেবং অফিসিয়াল মার্চেন্ডাইস থেকেও রেভিনিউ জেনারেট করে প্লাটফর্মটি। ২০২০ সালে তাদের এডভার্টাইজিং টোটাল রেভিনিউ – ১৯,৭৭২  মিলিয়ন ডলার। 

হোয়াটসঅ্যাপ

সোশ্যাল মিডিয়া


বর্তমান সময়ের একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp). এর জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং ইন্টারনেট ভিত্তিক মেসেজিংয়ের প্রথম মোবাইল অ্যাপ্লিকেশন। অন্যরকম দারুন সব ফীচার এর কারণে এর ব্যবহারকরী দিন দিন বাড়ছে। ফেসবুকের মালিকানাধীন এ প্ল্যাটফর্মটি ইউজারদের টেক্সট মেসেজ, ভয়েস মেসেজ , ভয়েস এবং ভিডিও কল করার সুবিধার পাশাপাশি ইমেজ,ডকুমেন্টস, ইউজার লোকেশন এবং অন্যান্য মিডিয়াফাইল শেয়ার করতে সহায়তা করে। আপনি যতই দূরে থাকুন না কেন WhatsApp আপনাকে আপনার প্রিয়জনের সাথে সংযুক্ত থাকতে সহায়তা করতে পারে। এতো ফ্রি সার্ভিস দেয়ার পরও কিভাবে প্লাটফর্মটি রেভিনিউ জেনারেট চলুন জানি। 

হোয়াটসঅ্যাপ অর্থ উপার্জন করে হয় তাদের “হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই সাবস্ক্রিপশন ” অথবা “ক্লিক টু হোয়াটসঅ্যাপ এড” অপশন এর মাধ্যমে। এছাড়াও বিজনেসগুলোর জন্যে তারা তাদের প্রিমিয়াম পেইড সার্ভিস অফার করে যাতে “বাল্ক এসএমএস” এবং “অটো এসএমএস” সুবিধা প্রোভাইড করে। পাশাপাশি হোয়াটসঅ্যাপে সরাসরি বিজনেস মিডিয়াগুলো কানেক্ট করার মাধ্যমে পেইড এড দেয়ার বিকল্প সুবিধাও রয়েছে যেখান থেকেও এই প্লাটফর্মটি রেভিনিউ আয় করে থাকে। ২০২০ সালে তাদের এডভার্টাইজিং টোটাল রেভিনিউ – ৫৫০০ মিলিয়ন ডলার 

লিংকডইন 

সোশ্যাল মিডিয়া

লিংকডইন (Linkedin) পেশাজীবীদের একটি সোশ্যাল মিডিয়া মাধ্যম বা অনেকেই প্রফেশনাল নেটওয়ার্ক হিসেবেও চিনে থাকেন।। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে এটি অন্যতম ওয়েবসাইট। প্ল্যাটফর্মটি সবার কাছেই সুপরিচিত একটি নাম। বিশ্বের সর্ববৃহৎ পেশাদারদের কমিউনিটি হচ্ছে এই প্লাটফর্মটি। বর্তমানে কর্পোরেট জগতে ৭৯% পেশাজীবী চাকরিপ্রার্থীর যোগ্যতা যাচাইয়ে লিংকডইনের সহায়তা নিয়ে থাকেন, কারণ একজন কর্মীর সবগুলো পেশাগত দক্ষতা সম্পর্কে জানতে লিংকডইনের কোন তুলনা নেই। এটা অন্যধরণের একটি সিভি হিসেবেও কাজ করে। বিশ্বজুড়ে ৫০ কোটিরও বেশি মানুষ লিংকডইন ব্যবহার করে চলেছেন ক্যারিয়ারের অগ্রযাত্রাকে মসৃণ করে তুলতে। 

বাংলাদেশেও দ্রুতগতিতে বেড়ে চলেছে লিংকডইনের জনপ্রিয়তা প্রফেশনাল নেটওয়ার্ক হওয়ার কারণে। Linkedin ২০০২ সালে রেইড হফম্যান ,অ্যালেন ব্লু, কন্সটেনটাইন,এরিক লে,  এবং জিয়ান-লাক ভিলেন্ট যৌথভাবে প্রতিষ্ঠা করেন । এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ৫ মে ২০০৩ সালে।বর্তমানে এর নিবন্ধিত ব্যবহারকারির সংখ্যা ২২৫ মিলিয়নের বেশী। প্রায় ২০০ এর বেশী বিভিন্ন দেশের নাগরিক এটি ব্যবহার করছে। কিভাবে প্লাটফর্মটি রেভিনিউ জেনারেট চলুন জানি। 

লিংকডইন একটি প্রফেশনাল নেটওয়ার্ক সাইট এবং এর বেসিক সার্ভিস সম্পূর্ণ ফ্রি।  এই প্লাটফর্মটি মূলত ৬৫% রেভিনিউ আয় করে তাদের প্রফেশনাল রিক্রুইটার সার্ভিস এর মাধ্যমে, ১৭% তাদের প্রিমিয়াম প্রোফাইল সার্ভিসের মাধ্যমে এবং বাকি ১৮ শতাংশ কোম্পানি বা ব্র্যান্ডগুলোর এডভার্টাইজেমেন্ট থেকে। ২০২০ সালে তাদের টোটাল রেভিনিউ ছিল ০৮ বিলিয়ন ডলার । এডভার্টাইজেমেন্ট রেভিনিউ ছিল ৩০০০ মিলিয়ন ডলার।

টুইটার 

সোশ্যাল মিডিয়া

টুইটার হল বর্তমানে একটি জনপ্রিয় সোশ্যাল নেটওর্য়াকিং মাধ্যম, এর প্রতিষ্ঠাতা বা জনক হল জ্যাক ডোরসেই। তিনি ২০০৬ সালে এই সাইটটি প্রতিষ্ঠা করেন। টুইটার একাউন্টটের মেম্বার সংখ্যা ৩৫০ মিলিয়ন। 

টুইটার একটি সোশ্যাল মিডিয়া কোম্পানি যা তার ইউজারদের রিয়েল টাইম ইন্টারঅ্যাক্ট করার সুবিধা প্রোভাইড করে। এই প্লাটফর্মটির ৮৬ শতাংশ রেভিনিউ আসে তাদের এডভার্টাইজমেন্ট থেকে যেমন, প্রোডাক্ট প্রমোশন, টুইটস, একাউন্ট, এবং ট্রেন্ডস সার্ভিস প্রদান করে। বাকি ১৪ শতাংশ ডাটা লাইসেন্সিং এবং অন্যানো সার্ভিস থেকে আয় করে থাকে। এছাড়াও যারা হিস্টোরিক্যাল এবং রিয়েল টাইম ডেটা দেখতে চায় তাদের জন্য একটি সাবস্ক্রিপশন মডেল রয়েছে। ২০২০ সালে তাদের এডভার্টাইজিং টোটাল রেভিনিউ ৩২০৭ মিলিয়ন ডলার, ডাটা লাইসেনসিং থেকে টোটাল রেভিনিউ ৫০৮.৯৬ মিলিয়ন ডলার । 

Don't wait!
Get the expert business advice You need in 2022

It's all include in our newsletter!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More To Explore
বিগিনার্সদের জন্য ফেইসবুক অ্যাডভার্টাইজিং- এর গাইডলাইন
Marketing

বিগিনার্সদের জন্য ফেইসবুক অ্যাডভার্টাইজিং গাইডলাইন

ফেইসবুক অ্যাডভার্টাইজিং, টার্গেট অডিয়েন্স এর কাছে পৌঁছানোর এক অন্যতম পাওয়ারফুল টুলস। ডিজিটাল মার্কেটিং এর যুগে মার্কেটিং যত সহজ হয়েছে, কম্পিটিশন তত বৃদ্ধি পেয়েছে। এই হিউজ

ডিজিটাল মার্কেটিং এ নিশ বেজড কম্পিটিটর রিসার্চ কিভাবে করবেন
Marketing

ডিজিটাল মার্কেটিং এ নিশ বেজড কম্পিটিটর রিসার্চ কিভাবে করবেন?

আপনার বিজনেস নিশ কি হবে? কি নিয়ে কাজ করবেন? বা কোন মার্কেটিং স্ট্র্যাটেজিই এপ্লাই করবেন। সব কিছু সিলেক্ট করার আগে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে কম্পিটিটর