বিজনেস গ্রোথের জন্য মেন্ডাটরি ১১ টি ইন্সটাগ্রাম মার্কেটিং টুল

ইন্সটাগ্রাম মার্কেটিং টুল
Share This Post

গ্লোবালাইজেশনের যুগে বিভিন্ন ব্র‍্যান্ড মালিকদের জন্য ইন্সটাগ্রাম হলো একরকম মেন্ডাটরি টুল বা প্ল্যাটফর্ম, ব্র‍্যান্ড এবং প্রোডাক্ট মার্কেটিং এর জন্য। মার্কেটিং যেহেতু এখন আর ট্রেডিশনাল সিস্টেমে সীমাবদ্ধ নেই এবং ডিজিটাল সিস্টেমেই মার্কেটিং এখন বেশি হচ্ছে সুতরাং একদম রাইট টাইমে এবং নির্ভুল ভাবে মার্কেটিং করার জন্য এক্সপার্ট রা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অটোমেশন টুলস এর উপর নির্ভর করে থাকেন। ইন্সটাগ্রামের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলি যেমন মার্কেটিং কে একদম সহজ করে দিয়েছে একই সময়ে অটোমেশন টুলস গুলি এক্সট্রা সুবিধা এড করেছে। ইন্সটাগ্রামে পোস্ট শিডিউল, রিলস আপ্লোড, পিকচার ভিজ্যুয়ালাইজেশন এর জন্য অনেক অটোমেশন টুলস রয়েছে যেগুলি মার্কেটিং কে আরো স্মার্ট এবং ইজি করে দিয়েছে। নিচে এরকম ১১ টি ইন্সটাগ্রাম মার্কেটিং  টুল এর লিস্ট দেওয়া হলো যেগুলি আপনার ইন্সটাগ্রাম মার্কেটিং কে আরো সহজ করে দিবে।

১১ টি ইন্সটাগ্রাম মার্কেটিং টুল

হুটসুইট (Hootsuite) 

হুটসুইট হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট টুল। এটার মাধ্যমে ইন্সটাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেকোনো অরগানাইজেশান তাদের বিজনেস পোস্ট শিডিউল এবং পাব্লিশ করতে পারে এবং পোস্টের পারফর্মেন্স অবসার্ভ করতে পারে। 

সোশ্যাল পাইলট (SocialPilot)

সোশ্যাল পাইলট হলো ওয়ান্ডারফুল একটা ইন্সটাগ্রাম মার্কেটিং টুল যেখানে বিভিন্ন টাইপের অনেক ফিচার রয়েছে যেগুলো রিলস পোস্টিং এবং এনালিটিকস এর জন্য হেল্পফুল। এছাড়াও, স্টেলার কাস্টমার সাপোর্ট, প্রাইসিং, মাল্টিপল সোশ্যাল মিডিয়া প্রোফাইল  কানেকশন এবং ম্যানেজ করার জন্যও সোশ্যাল পাইলট ইন্সটাগ্রাম টুলটি ব্যবহৃত হয়। 

ইন্সটাগ্রাম মার্কেটিং স্ট্রাটেজি কে এডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য এবং ইন্সটাগ্রাম রিলস, ইমেজ, পোস্ট শিডিউল অটোমেশনের জন্য সোশ্যাল পাইলট টুলটি ব্যবহার করতে পারেন যে টা আপনার টাইম এবং পরিশ্রম বাচিঁয়ে দিবে অনেক। সোশ্যাল পাইলট টুলটি ক্যানভা (Canva) এর সাথেও ইন্টিগ্রেট করা আছে সুতরাং আপনি সহজেই ক্রিয়েটিভ এবং প্রফেশনাল লুকিং ইন্সটাগ্রাম পোস্ট ক্রিয়েট করতে পারবেন সোশ্যাল পাইলটের ড্যাশবোর্ড থেকেই।

বাফার (Buffer)

বাফার গ্রেট একটা ইন্সটাগ্রাম মার্কেটিং টুল, হুটসুইট এর মতো এই টুলের মাধ্যমেও আপনি বিজনেস প্রোডাক্ট পোস্ট গুলি অটো শিডিউল করতে পারবেন আগে থেকেই। এখানে আপনি রেগুলার ক্রিয়েটিভ এবং থটফুল পোস্ট করতে পারছেন৷ বিভিন্ন লিংক এড করতে পারবেন যেটা যেকোনো স্মল, মিডিয়াম কিংবা লার্জ বিজনেসের জন্য ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। এছাড়াও, বাফার টুলটি অন্যান্য সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক এর সাথে ইন্টিগ্রেট করা আছে। যেমন, Facebook, LinkedIn, Twitter। 

লেটার (Later)

লেটার ইন্সটাগ্রামে আপনাকে ভিজ্যুয়াল এবং স্টানিং কনটেন্ট ক্রিয়েট করতে হেল্প করে৷ এই ইন্সটাগ্রাম মার্কেটিং টুল এর মাধ্যমে পোস্ট ক্রিয়েট এবং শিডিউল করা যায় যেখানে আপনি ভিজ্যুয়াল প্ল্যানার ও পাচ্ছেন। পিকচার্স এবং কনটেন্ট অরগানাইজ করার পর এখানে প্রিভিউ করতে পারেন যে, ভিজিটরের কাছে এটার ল্যান্ডিং পেইজ কেমন হবে সেটা দেখতে পাবেন।

যদিও মিডিয়াম টু লার্জ বিজনেসের জন্য এটা পার্ফেক্ট চয়েজ না, আপনার যদি ছোট অরগানাইজেশান থাকে এবং আপনার শুধুমাত্র চার থেকে পাঁচটি সোশ্যাল মিডিয়া একাউন্ট ম্যানেজমেন্ট এর কাজ থাকে তাহলে এটা আপনার জন্য পার্ফেক্ট চয়েজ।

ব্লগ টু সোশ্যাল (Blog2Social)

ব্লগ টু সোশ্যাল হলো ওয়ার্ডপ্রেস (WordPress) প্লাগিং যেটা আপনার ব্লগ থেকে সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ফুল এক্সেস দেয়। 

যখন আপনি ওয়েবসাইট থেকেই সব ধরনের ডাটা ট্র‍্যাক করতে পারেন তখন আপনি সময় বাচানোর পাশাপাশি টাকাও সেইভ করছেন। একই সময়ে একবার সোশ্যাল মিডিয়া একবার ওয়েবসাইট ভিজিট না করে ব্লগ টু সোশ্যাল টুল এর মাধ্যমে আপনি একটা জায়গাতেই দুইটা ম্যানেজ করতে পারছেন।

ক্যানভা (Canva) 

ক্যানভা হলো একটা গ্রাফিক ডিজাইন টুল যেটা প্রফেশনাল লুকিং ইন্সটাগ্রাম পোস্ট ক্রিয়েট করার জন্য আই-ক্যাচিং এন্ড বিউটিফুল টেমপ্লেট এবং ইলিমেন্ট প্রোভাইড করে। 

আইকন স্কয়ার (Iconosquare)

আইকন স্কয়ার হলো মোস্ট কমপ্রেহেনসিভ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল ইন্সটাগ্রামের জন্য। এই টুলটির মাধ্যমে একদম রিয়েল টাইমে ইন্সটাগ্রাম পোস্ট শিডিউল এনালিটিকস এবং এনগেজমেন্ট মনিটর করতে পারবেন। 

এই টুলটির রিয়েল টাইম এনালিটিকস এবিলিটি আপনাকে রাইট ডিসিশন নিতে হেল্প করে। যেমন, কি টাইপের কনটেন্ট ইউসার রা দেখতে চায়।

আওয়ারিও (Awario)

Awario হলো সোশ্যাল লিসেনিং টুল। যেটা আপনার ইন্ডাস্ট্রি সম্পর্কে ইম্পর্ট্যান্ট কনভারসেশন মনিটর করতে হেল্প করে। আপনি Awario ব্যবহার করতে পারেন ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউট করার জন্য যারা আপনার ব্র‍্যান্ড এবং প্রোডাক্ট কে প্রমোট করবে। এবং টার্গেট অডিয়েন্স রিচ করার নিউ ওয়ে গুলোও ফাইন্ড আউট করতে ব্যবহার করতে পারেন এই টুল টি।

স্মল এন্ড মিডিয়াম বিজনেসের জন্য একদম রাইট চয়েস হতে পারে Awario টুলটি। এই ইন্সটাগ্রাম মার্কেটিং টুল এর মাধ্যমে আপনি মাল্টিপল একাউন্ট ও ট্র‍্যাক করতে পারবেন একই টাইমে।

সোশ্যাল ইনসাইডার (Socialinsider)

সোশ্যাল ইনসাইডার হলো সোশ্যাল মিডিয়া এনালিটিকস টুল যেটা আপনার ইন্সটাগ্রাম মার্কেটিং এ বিভিন্ন ওয়েতে হেল্প করে। এটা টাইম টু টাইম সুইটেবল রিপোর্ট প্রোভাইড করে যার মাধ্যমে আপনি লার্ন করতে পারেন কোন অডিয়েন্স গুলো আপনার সাইট ভিজিট করছে।

এই ইন্সটাগ্রাম মার্কেটিং টুল টির এনালাইজিং এবিলিটি আপনাকে কাস্টমার রিলেশনশিপ ইম্প্রুভ করতে এবং কোয়ালিটি কনটেন্ট ক্রিয়েট করতে হেল্প করে।

আগোরাপাল্স (Agorapulse)

Agorapulse হলো একটা CRM (Customer Relationship Management) এবং পোস্ট শিডিউলিং টুল যেটা ইন্সটাগ্রাম মার্কেটিং এর জন্যও ব্যবহার করতে পারেন। আপনি এখানে আপনার কনটেন্ট গুলির জন্য এডভান্স প্ল্যান মেইক করতে পারেন, এবং আপনার বিজনেস কে নিউ ওয়েতে গ্রো করতে পারেন। পাশাপাশি, Agorapulse অন্যান্য আরো টুলস অফার করে যেটা পোস্টের এনগেজমেন্ট বুস্ট করতে হেল্প করবে। 

কিক্স্টা (KicKsta)

Kicksta হলো ইন্সটাগ্রাম মার্কেটিং টুল যেটা আপনার প্রোফাইলে বেশি ফলোয়ার্স পেতে হেল্প করে। যখন আপনি KicKsta ইউস করবেন আপনি তখন বিভিন্ন ট্যাগ এবং রিলেভ্যান্ট প্রোফাইল সার্চ করতে পারবেন টার্গেট অডিয়েন্স পাওয়ার জন্য। উদাহরণস্বরুপ, আপনি একজন ইমেইল মার্কেটার, তাহলে আপনি কি ধরনের হ্যাশট্যাগ খুজবেন? #EmailMarketing। 

পরিশেষে, ইন্সটাগ্রামে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার এড হচ্ছে যেগুলি সব ধরনের বিজনেস মার্কেটিং এর জন্য হেল্পফুল। এজন্যই আপনার বিভিন্ন ধরনের অটোমেশন টুলস দরকার যেগুলি আপনাকে ইফেক্টিভ ওয়েতে ইন্সটাগ্রাম মার্কেটিং করতে হেল্প করবে। টাইম এবং টাকা দুইটাই সেইভ হবে। বর্তমানে ইন্সটাগ্রাম রিল যেহেতু পাওয়ারফুল একটা ফিচার, সুতরাং এখানে কনসেন্ট্রেশন দেওয়াটাই বুদ্ধিমানের কাজ।

আপনার বিজনেসের ধরন এবং সাইজ বুঝে উপরের লিস্ট থেকে যেকোনো ইন্সটাগ্রাম মার্কেটিং টুল বিজনেসের সাথে কানেক্ট করুন। রাইট টুল সিলেকশন আপনার ব্র‍্যান্ডের গ্রোথের জন্য অনেক হেল্পফুল হবে। যেহেতু এখন সবকিছুই টেকনোলজির উপর ডিপেন্ডেবল সুতরাং আমাদের কে সব ধরনের টেকনোলজি, অটোমেশন টুলস সম্পর্কে লার্ন করতে হবে বিজনেস বা ব্র‍্যান্ডের স্বার্থে।

Don't wait!
Get the expert business advice You need in 2022

It's all include in our newsletter!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More To Explore
বিগিনার্সদের জন্য ফেইসবুক অ্যাডভার্টাইজিং- এর গাইডলাইন
Marketing

বিগিনার্সদের জন্য ফেইসবুক অ্যাডভার্টাইজিং গাইডলাইন

ফেইসবুক অ্যাডভার্টাইজিং, টার্গেট অডিয়েন্স এর কাছে পৌঁছানোর এক অন্যতম পাওয়ারফুল টুলস। ডিজিটাল মার্কেটিং এর যুগে মার্কেটিং যত সহজ হয়েছে, কম্পিটিশন তত বৃদ্ধি পেয়েছে। এই হিউজ

ডিজিটাল মার্কেটিং এ নিশ বেজড কম্পিটিটর রিসার্চ কিভাবে করবেন
Marketing

ডিজিটাল মার্কেটিং এ নিশ বেজড কম্পিটিটর রিসার্চ কিভাবে করবেন?

আপনার বিজনেস নিশ কি হবে? কি নিয়ে কাজ করবেন? বা কোন মার্কেটিং স্ট্র্যাটেজিই এপ্লাই করবেন। সব কিছু সিলেক্ট করার আগে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে কম্পিটিটর