টিনা এফ জাবীন – স্টার্টআপ বাংলাদেশের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক

টিনা এফ জাবীন
Share This Post

টিনা এফ জাবীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা – এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি যা ভিসি ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করে এবং সম্পূর্ণরূপে সরকারি মালিকানাধীন যা আইসিটি বিভাগের অধীনে কাজ করে।

স্টার্টআপ বাংলাদেশ” দেশের প্রথম ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি যাকে বাংলাদেশ সরকার ৫০০ কোটি টাকা ফান্ড দেয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। স্টার্টআপ বাংলাদেশের সিইও হিসেবে টিনা জাবীন অনেক সংস্থাকে ফান্ড পেতে এবং তাদের স্টার্ট-আপ শুরু করতে সাহায্য করেছেন। টিনা এফ জাবীন আইসিটি মন্ত্রণালয়ের একজন সিনিয়র পলিসি অ্যাডভাইজার হিসেবেও কর্মরত রয়েছেন। গত কয়েক বছর ধরে, টিনা জাবীন আইসিটি মন্ত্রণালয়কে এশিয়া, উত্তর আমেরিকা এবং ইউরোপ জুড়ে সরকারি এবং বেসরকারি ইন্ডাস্ট্রিতে পলিসি ও ইনভেস্টমেন্ট করতে সহায়তা করছেন। টিনা জাবীনের ২৫ বছরের বেশি সিলিকন ভ্যালির অভিজ্ঞতার সাহায্যে একাধিক স্টকহোল্ডার গ্রুপের সাথে কমপ্লেক্স প্রজেক্টে কাজ করতে সক্ষম হয়েছেন। 

টিনা জাবীন আইসিটি মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা স্টার্টআপ বাংলাদেশের-আইডিইএ (IDEA) ক্যাম্পেইনের নেতৃত্ব দিয়েছেন। ক্যাম্পেইনটি দেশের নতুন স্টার্টআপ সেক্টরকে অর্থায়ন এবং সহায়তা করার জন্য করা হয়েছিল।

টিনা এফ জাবীন - স্টার্টআপ বাংলাদেশের প্রধান নির্বাহী

টিনা জাবীন ২০১৬ সাল থেকে আইসিটি বিভাগের বিনিয়োগ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন যেখানে তিনি প্রকল্পের প্রধান স্ট্রাটেজি এবং প্রযুক্তিগত উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন। তিনি মূলত ইনভেস্টমেন্ট, অপারেশন গাইডলাইন এবং এক্সিলারেটর তৈরিতে দলকে নির্দেশনা দিয়েছেন। টিনা জাবীন বিশ্বব্যাপী পার্টনারদের সাথে আন্তর্জাতিক রোডশো এবং স্ট্রাটেজিক মিটিং এ অংশ নিয়েছেন। 

তিনি একজন অভিজ্ঞতাসম্পন্ন সিপিএ (CPA), তার PE/VC ইন্ডাস্ট্রিতে বিস্তৃত অভিজ্ঞতার সাথে যথাযথ অধ্যবসায়, রিটার্ন মডেল, মূল্যায়ন, ভিসি শাসন, আইনি এবং কর চুক্তিতে প্রযুক্তিগত দক্ষতা রয়েছে। তিনি হর্সলি ব্রিজ পার্টনার যেটি সান ফ্রান্সিসকোতে অবস্থিত সেখানে ফিন্যান্স ও ট্যাক্স ডিরেক্টর এবং প্রাইসওয়াটারহাউস কুপার্সে সিনিয়র ডিরেক্টর পদে কর্মরত ছিলেন।

টিনা জাবীনের অ্যাক্সেস নেটওয়ার্কের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের সরকারী সংস্থাসহ প্রাইভেট কোম্পানিগুলো যেগুলো টেকনোলজি, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, প্রাইভেট ইক্যুইটি, ভেঞ্চার ক্যাপিটাল এবং এক্সিলারেটর নিয়ে কাজ করে। সিনিয়র উপদেষ্টা হিসেবে, তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (দাভোস Davos), ইউএনডিপি (UNDP) এবং ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ফোরামে আইসিটির উদ্যোক্তা এবং স্টার্ট-আপ ইকোসিস্টেম উদ্যোগের প্রচার করেন।

টিনা জাবীন বার্কলে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার হাস স্কুল অফ বিজনেস থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন, স্নাতক শেষ হওয়ার পর তিনি কেপিএমজি -তে কাজ শুরু করেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রাইসওয়াটারহাউসকুপার্সে যোগ দেন। ক্যারিয়ারের প্রথম দিকে, টিনা জাবীন ফিন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রির দিকে মনোনিবেশ করেছিলেন। অবশেষে, তিনি প্রাইভেট ইক্যুইটি ইন্ডাস্ট্রিতে তার প্যাশন খুঁজে পান।

টিনা জাবীন ১৯৯৯ সালে তৎকালীন নতুন উদ্ভাবিত জিজিভি ক্যাপিটালের (GGV Capital) মাধ্যমে ভেঞ্চার ক্যাপিটাল (ভিসি) শিল্পের সাথে যুক্ত হন, আলিবাবা গ্রুপের প্রাথমিক ইনভেস্টরের মধ্যে অন্যতম হলো জিজিভি ক্যাপিটাল। ২০১৬ সালে টিনা জাবীন তার মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসেন দেশের নারী এবং তরুণদের উন্নয়নে অবদান রাখার উদ্দেশ্য নিয়ে।

কোভিড -১৯  এর সময়, অনেক স্টার্টআপ অনিশ্চয়তার মধ্যে ঢোলে পরে কিন্তু সেইসময় পরিস্থিতি থেকে বাঁচতে উৎসাহ দিয়ে পাশে ছিলেন টিনা জাবীন। বিশেষজ্ঞদের মধ্যে একটি সাধারণ প্রবণতা হল প্রাথমিক পর্যায়ে স্টার্টআপগুলোকে সাহায্য করার জন্য ইকুইটির একটি নির্দিষ্ট শতাংশ গ্রহণ করা। তবে টিনা জাবীন কোন ইক্যুইটি ছাড়াই উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে যাচ্ছেন অনেক বছর ধরে। বাংলাদেশের অনেক ভালো ভালো স্টার্টাপকে দাঁড় করাতে সাহায্য করেছেন টিনা এফ জাবীন, যার মধ্যে অন্যতম হল ‘হ্যালো টাস্ক‘ – ঢাকা বেসড একটি অন-ডিমান্ড হাউজমেইড সার্ভিস অর্গানাইজেশন।

Don't wait!
Get the expert business advice You need in 2022

It's all include in our newsletter!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More To Explore
মাদার্স-ডে সেল টার্গেট কিভাবে অ্যাচিভ করবেন? - ৭টি টিপস
Marketing

মাদার্স-ডে সেল টার্গেট কিভাবে অ্যাচিভ করবেন? – ৭টি টিপস

মা’কে ভালবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। কিন্তু প্রতিদিনই কি মাকে ভালবাসি বলা হয়? কিংবা অতটা প্যাম্পার করা হয় যতটা সে ডিজার্ব করে?  আসলে,

বিগিনার্সদের জন্য ফেইসবুক অ্যাডভার্টাইজিং- এর গাইডলাইন
Marketing

বিগিনার্সদের জন্য ফেইসবুক অ্যাডভার্টাইজিং গাইডলাইন

ফেইসবুক অ্যাডভার্টাইজিং, টার্গেট অডিয়েন্স এর কাছে পৌঁছানোর এক অন্যতম পাওয়ারফুল টুলস। ডিজিটাল মার্কেটিং এর যুগে মার্কেটিং যত সহজ হয়েছে, কম্পিটিশন তত বৃদ্ধি পেয়েছে। এই হিউজ