উদ্যোক্তা হবেন? একটি নতুন ধরনের আইডিয়া একটি নতুন ধরনের ব্যবসায়। উদ্যোক্তা হতে হলে কিন্তু কিছু বিষয় আপনাকে ফলো করতে হয়। নাহলে হয়তো উদ্যোগ নেয়া হয় ঠিকই কিন্তু কিছু দূর গিয়ে বিলীনও হয়ে যায়। এটার পেছনে অনেক ধরনের কারণ থাকতে পারে। আপনি একটা ব্যাবসায় আইডিয়া পেলেন আর আপনি ভাবলেন আপনি এই ব্যাবসায় করবেন। কোন কিছু যাচাই বাছাই না করেই নেমে পড়লেন। পরে গিয়ে ধাক্কা খেলেন। একটি উদ্যোগ নিতে হলে আমাদের অনেক কিছু যাচাই করতে হবে। আর এই যাচাই কি আমরা একা করতে পারব অথবা তা কি আসলেই সম্ভব? এর জন্য দরকার নেটওয়ার্কিং। তাহলে চলুন জেনে আসি উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় ইভেন্টগুলোতে যোগ দেওয়া কতটুকু গুরুত্বপূর্ণ এবং কেন?
একজন উদ্যোক্তার জন্য নেটওয়ার্কিং এর বিকল্প কিছু নেই। আপনি যত বেশি নেটওয়ার্কিং করতে পারবেন আপনার উদ্যোগ সফল হবার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। আপনাকে নিজের পরিচিত লোকদের সংখ্যা বাড়াতে হবে। নতুন নতুন লোকদের সাথে পরিচিত হতে হবে। একটি ভালো নেটওয়ার্ক হয়ে গেলে আপনার ব্যবসায় অনেক কাজে সাহায্য পাবেন। ব্যবসায় বিনিয়োগ কারীদের সন্ধান হতে শুরু করে মার্কেটিং পর্যন্ত সাপোর্ট আপনি পাবেন। আপনি অনেক কঠিন পরিস্থিতিও খুব সহজে পার করে ফেলতে পারবেন। কেননা আপনার নেটওয়ার্ক আছে। এখন প্রশ্ন থাকতে পারে এই নেটওয়ার্কিং করবেন কি করে। নেটওয়ার্ক বিল্ড করার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে বিভিন্ন ধরনের উদ্যোক্তা সম্পর্কিত ইভেন্টগুলোতে যোগ দেওয়া।
নেটওয়ার্কিং করা
এই ধরণের ইভেন্টগুলোতে নতুন যারা উদ্যোক্তা হতে চায় এবং পুর্বে যারা উদ্য্যগ নিয়ে আজ একজন সফল উদ্যোক্তা তারা সবাই একত্রিত হয়। যারা সফল উদ্যোক্তা তাদের এই সফলতা আপনি দেখছেন কিন্তু তাদের এই সফলতার পেছনের গল্প তো আপনি জানেন না। তারা কিভাবে এই ধারণা পেলো। কিভাবে শুরু করেছেন। এবং নতুন উদ্যোক্তা যারা এই ইভেন্টে যোগ দেয় তাদের কাছ থেকে তাদের নতুন নতুন আইডিয়া শুনে। এরকম সবারটা শুনতে গিয়ে আপনিও পরামর্শ পাবেন কিভাবে শুরু করলে ভালো হয়।
আইডিয়া শেয়ারিং
আপনার এবং আমার আইডিয়া ভিন্ন। আপনি আপনার আইডিয়া শেয়ার করবেন। আমি আমার টা শেয়ার করব। এতে করে আপনি আমি দুজনই দুইটা নতুন আইডিয়া পেয়ে গেলাম। এরকম বিভিন্ন ধরণের আইডিয়া আপনি পাবেন বিজনেস সম্পর্কে এই ইভেন্ট গুলোতে যোগ দিলে। এবং সাথে সাথে দেখবেন আপনার যে নিশ অন্যজনের ও একই নিশ। কিন্তু আপনার থেকে তার পরিকল্পনা ভালো এবং গুছানো। আপনি সেখান থেকে নিজের পরিকল্পনা কে আরো গুছিয়ে নিতে পারবেন।
বিজনেস প্ল্যানিং এ হেল্প
পরিকল্পনা বাস্তবিক এবং গুছানো না হলে সামনে গিয়ে হিমশিম খেতে হয়। প্রতিটা ক্ষেত্রেই পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ । পরিকল্পনা কিভাবে করে করবেন তা আপনি এইসব ইভেন্টে ধারণা পাবেন। কিভাবে আগাবেন কয়টি ধাপে করা লাগেবে তা বুঝতে পারবেন। এবং কি কি বিষয় মাথায় রাখতে হবে সব কিছু থেকে কিছু কিছু ধারণা আপনি পাবেন।
মার্কেট রিসার্চ নিয়ে আইডিয়া
যারা আজ সফল উদ্যোক্তা তারা অবশ্যই মার্কেট রিসার্চ করে নেমেছে। মার্কেট রিসার্চ না করলে আপনি মার্কেটে নেমে বুঝবেন না আপনার কি করা উচিৎ। মার্কেটে কিসের চাহিদা, কেমন কম্পিটিশন কেমন এগুলো জানতে হবে। এখন এগুলো জানবেন কি করে? এরকম বিভিন্ন ইভেন্টে আপনি একটি স্বচ্ছ ধারনা পাবেন এই সম্পর্কে। কারণ তারা শেয়ার করবে কিভাবে তারা তাদের নিজদের মার্কেট রিসার্চ করেছিলেন। কোন ভাবে চিন্তা করেছিলেন।
অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতি সম্পর্কে জানা
আপনি একটি ব্যবসায় করবেন আর আপনি ভাববেন সব অনুকূল থাকবে এটা তো আসলে বাস্তবিক চিন্তাধারা না। ব্যবসায় করতে গেলে বা উদ্যোগ নিতে গেলে অনেক ধরনের অনুকূল প্রতিকূল পরিস্থিতির সম্মুখিন হতেই হবে। এগুলিকে কাজে লাগিয়ে এবং মোকাবেলা করে আপনার সামনে আগাতে হবে। এদের কিভাবে মোকাবেলা করবেন? এই ইভেন্ট গুলোতে আপনি তেমন এ কিছু পরিস্থিতি এবং তাদের মোকাবেলা করেছে কিভাবে তা বুঝবেন।
নতুন বিষয় নিয়ে জানা
প্রতি সময় প্রতিটা বিষয় নিয়ে খুঁজতে থাকা হচ্ছে একজন উদ্যোক্তার বৈশিষ্ট্য। খুঁজতে হবে কারা কি করছে। নতুন কোন ধারণা আছে। মার্কেটে কিসের অভাব মানুষ অনুভব করছে। কোন জিনিস এর চাহিদা আছে। উদ্যোক্তা হতে চাচ্ছেন আর নিজে আইডিয়া বের করে কাজ করছেন একা। আপনি হয়তো একটা ব্যবসায় শুরু করতে পারবেন নিজের জন্য। কিন্তু আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন না। একজন উদ্যোক্তা হতে হলে আপনাকে বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন কমিউনিটি এর সঙ্গে নেটওয়ার্ক রাখতে হবে। তাদের সাথে কথা বলতে হবে। বিভিন্ন ধরনের কেস স্টাডি করতে হবে । জানতে হবে কিভাবে বিভিন্ন রিসোর্স যোগাড় করতে হবে। আর এইসব করার জন্য এসব ইভেন্ট এর বিকল্প আপনি পাবেন না। সবশেষে এই ইভেন্ট গুলো নেটওয়ার্কিংয়ের জন্য দুর্দান্ত সুযোগ।