Table of Contents
একটি বিজনেস শুরু করতে চাচ্ছেন? বিজনেস আইডিয়া জেনারেট করেছেন? একটি বিজনেস শুরু করার প্রথম ধাপ হচ্ছে আইডিয়া জেনারেট করা, যেখানে আপনি কি নিয়ে বিজনেস শুরু করবেন তা নিয়ে ভাবতে হবে। আপনি যদি এই প্রথম ধাপে খুব ভালোভাবে আইডিয়া জেনারেট করতে পারেন তাহলে আপনার পরবর্তী ধাপ গুলো অনেক সহজ হয়ে যাবে। একটি বিজনেস শুরু করার ক্ষেত্রে পারফেক্ট একটি আইডিয়া কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না। কারণ আপনার এই আইডিয়ার উপর ভিত্তি করেই সামনের ধাপ গুলোতে আগানো হবে।
তাহলে কিভাবে আমরা আইডিয়া জেনারেট করতে পারি? এই ব্লগটিতে মাত্র কিভাবে আপনি ৭ টি উপায়ে বিজনেস আইডিয়া জেনারেট করতে পারবেন তা সম্পর্কেই একটি বিস্তারিত ধারণা দেয়া হবে।
মার্কেট রিসার্চ করুন
মার্কেট রিসার্চ করার পর আপনি বিভিন্ন ধরণের আইডিয়া পাবেন। এটি খুবই গুরত্বপূর্ণ একটি ধাপ। কারণ আপনি মার্কেট রিসার্চ বা মার্কেট মার্কেট অ্যানালাইসিস করলে বিজনেস আইডিয়া পাবেন পাশাপাশি আপনি মার্কেট সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন।
আপনি বর্তমান মার্কেট এর দিকে তাকালে দেখতে পাবেন যে কোন কোন প্রোডাক্ট এবং সার্ভিস মার্কেটে জনপ্রিয়। কোন সার্ভিসটি কাস্টমাররা বেশি চাচ্ছে। আপনি যে মার্কেটটা টার্গেট করতে চাচ্ছেন তার আকার কেমন। আপনি এভাবে অ্যানালাইসিস করে বিজনেস আইডিয়া জেনারেট করতে পারবেন।
সমস্যা গুলোতে ফোকাস করুন
আইডিয়া পাওয়ার অনেকগুলো উপায়ের মধ্যে এটি একটি কার্যকরি উপায়। আশেপাশে তাকালে আমরা অনেক সমস্যা দেখতে পাই। কিন্তু তা এড়িয়ে যাই। আমরা যদি তা এড়িয়ে না গিয়ে সমস্যাগুলোতে ফোকাস করি তাহলে আমরা অনেক আইডিয়া পাব। এই সমস্যাগুলোই হতে পারে আমদের এক একটি আইডিয়া। আমরা এই সমস্যাগুলোকে যখন ফোকাস করব তখন আমরা বুঝতে পারব যে মানুষ কোন কোন বিষয়ে অভাব বোধ করছে।
উদাহরণস্বরুপ যদি বলতে চাই, ধরুন আপনি টার্গেট করেছেন ডিজিটাল কোন বিজনেস করবেন। আপনি সমস্যা ফকাস করতে গিয়ে দেখলেন একটা সোশ্যাল মিডিয়া এজেন্সির অনেক প্রয়োজন। মানুষ বিজনেস করছে ঠিকই কিন্তু সঠিক ভাবে মার্কেটিং করতে পারছেনা। কাউকে ট্রাস্ট করে নিজের বিজনেস পেইজ এর এক্সেস দিতে পারছে না। তারা জানে না কিভাবে একটি বিজনেসের ডিজিটাল প্রেজেন্স বাড়িয়ে সেল বাড়ানো যায়। এই সমস্যাটি আপনার চোখে পড়েছে। এই সমস্যাটিই হচ্ছে আপনার আইডিয়া। আপনি আইডিয়া পেয়ে গিয়েছেন। আপনি এই আইডিয়াকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়া এজেন্সি বিজনেস দিতে পারেন। ঠিক এভাবেই আমরা সমস্যাকে ফোকাস করে বিজনেস আইডিয়া নিয়ে বিজনেস করতে পারি।
আপনার পুরাতন আইডিয়া অ্যানালাইজ করুন
পুরাতন এমন অনেক আইডিয়া থাকে যা হয়তো তখন কার্যকরি মনে হয়নি তাই ওই আইডিয়ার উপর কাজ করা হয়নি। কিন্তু সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে হয়তো সেই আইডিয়া এখন কার্যকরি মনে হতে পারে। তাই আইডিয়া জেনারেট করার এটি একটি ভালো উপায় যে আপনি পুরাতন আইডিয়াগুলোকে অ্যানালাইসিস করুন।
পুরাতন আইডিয়া গুলোকে অ্যানালাইসিস করার সময় আপনি দেখবেন তখন যে আপনার চিন্তা ভাবনা ছিলো তার চেয়ে আরো বড় পরিসরে আপনি চিন্তা করতে পারছেন। সেই আইডিয়া গুলো থেকে নতুন নতুন আরও আইডিয়া বের হয়ে আসবে। নতুন নতুন তথ্য আপনি পাবেন অ্যানালাইসিস করতে গিয়ে।
সমস্যা গুলোকে নতুন উপায়ে সমাধান করার চেষ্টা করুন
আপনি নতুন একটা বিজনেস আইডিয়া কিভাবে পাবেন? সমস্যা গুলোকে নতুন উপায়ে সমাধান এর চেষ্টা করতে হবে। আপনি যখন আইডিয়া জেনারেট করতে যাবেন দেখবে বেশিরভাগ সমস্যার সমাধান কেউ না কেউ দিয়ে গিয়েছে। এখন যেহেতু কেউ না কেউ সমস্যার সমাধান দিয়ে গিয়েছে আপনি কি বিজনেস করবেন না? বা কোন নতুন উদ্যোগ নেয়ার কি সুযোগ আপনার নেই? অবশ্যই আছে।
যেই সমস্যা গুলোর সমাধান আছে সেগুলোকে আপনি নতুন উপায়ে সমাধান এর চেষ্টা করুন। এখান থেকে আপনি নতুন আইডিয়া পাবেন। যেমন টি শার্ট অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে সেল করার বিজনেস অনেক পরিচিত সবার কাছে। অনেকেই টি শার্ট সেল করে। ঘরে বসে যেনো টি-শার্ট কিনতে পারে মার্কেটে যাওয়া না লাগে তাই এই সমস্যার সমাধান ছিলো এই টিশার্ট এর অনালিন বিজনেস গুলো। কিন্তু কেউ একজন আইডিয়া জেনারেট করতে গিয়ে চিন্তা করেছে এটাকে কিভাবে নতুন উপায়ে সমাধান দেয়া যায়। সেই নতুন উপায়ে সমাধানটা ছিল প্রিন্ট অন ডিমান্ড (POD) বিজনেস। আপনি আপনার ওয়েবসাইটে ডিজাইন রেখে দিবেন। যে কেউ এসে তার পছন্দ অনুযায়ী ডিজাইন, কালার, সাইজ সিলেক্ট করে ওর্ডার প্লেস করতে পারবে। এভাবে আপনি নতুন উপায়ে সমস্যার সমাধান খুঁজতে পারেন। এবং এখান থেকে অনেক আইডিয়া জেনারেট করতে পারবেন।
জীবনকে সহজ কিভাবে করা যায় তা ভাবুন
আজ আমরা সবকিছু হাতের নাগালে পাচ্ছি। এটার কারণ হচ্ছে বড় বড় সফল উদ্যোক্তারা ভেবেছিলো জীবনকে কিভাবে সহজ করা যায়। তারা ভেবেছিলো বলেই আজ আমরা এতো সহজ ভাবে জীবন যাপন করতে পারছি। যদি আমরা চিন্তা করি যে কি করলে আমদের জীবন যাপন আরও সহজ হয়ে যাবে এভাবে আমরা অনেক বিজনেস আইডিয়া পাবো।
নেটওয়ার্ক তৈরি করুন
নেটোয়ার্ক তৈরি করুন বলতে অনেক মানুষের সাথে নিজের রিলেশন তৈরি করুন। কথা বলুন সবার সাথে। কানেক্ট থাকুন। নেটওয়ার্ক থাকলে এভাবে অনেকের সাথে আলাপ আলোচনা করে একেক জনের একেক মতামত এবং একেক আইডিয়া পাবেন। এভাবে আপনি অনেক বিজনেস আইডিয়া জেনারেট করতে পারবেন।
বিভিন্ন বিজনেস বই পড়ুন
বিজনেস রিলেটেড অনেক ধরণের বই বড় বড় উদ্যোক্তারা পাবলিশ করেছেন। তার মধ্যে অনেক ধরণের আইডিয়া তারা দিয়েছে। এসকল বইতে আপনি আইডিয়া আরও ভালোভাবে কিভাবে বের করতে পারবেন তাও আছে এবং একই সাথে তাদের নিজেদের কেস স্টাডিও আছে। তারা কিভাবে আইডিয়া পেয়েছে কিভাবে বেস্ট আইডিয়া সিলেক্ট করেছে এসকল বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে ও সেগুলোকে বাস্তব ক্ষেত্রে কাজে লাগাতে সাহায্য করবে বইগুলো। তাই বিভিন্ন বিজনেস বই পড়লে আপনি অনেক ধরণের আইডিয়া জেনারেট করতে পারবেন। উদ্যোক্তাদের জন্য বইগুলো পথপ্রদর্শক হিসেবে কাজ করতে পারে।