একজন উদ্যোক্তার দক্ষতা অর্জন কেন জরুরী?

উদ্যোক্তার দক্ষতা
Share This Post

একজন উদ্যোক্তা যিনি নিজের স্বপ্নকে বয়ে নিয়ে চলে তার মধ্যে অবশ্যই কিছু দক্ষতা থাকা জরুরী একজন সাধারন চাকুরিজীবির চেয়ে অনেক বেশী দক্ষতা থাকা জরুরী। নইলে আপনি নিজের কোম্পানীর সি ই ও একজন কিভাবে হবেন? অর্থাৎ, ব্যবসার সকল কিছুর জন্যে যখন আপনি দায়ী। আপনার মধ্যে কিছু দক্ষতা না থাকলে আপনি সেই সব সমস্যা কিভাবে সমাধান করবেন?

একজন সফল উদ্যোক্তা হওয়া বিশাল ব্যাপার কিন্তু এই পথটা খুব একটা মসৃন নয়। একজন উদ্যোক্তা তার উদ্যোক্তা হয়ে ওঠার জীবনে যে সব বাধাঁ বিপত্তির সম্মুখীন হয় সেসব বাধাঁ গুলোকে মোকাবেলা করার জন্যেই তার মধ্যে কিছু দক্ষতা এবং গুনাবলী থাকা দরকার যেন তাকে কোন বাধাঁই দমিয়ে রাখতে না পারে।

প্রিয় পাঠক, আজকে আমরা কথা বলবো একজন উদ্যোক্তার দক্ষতা অর্জন কেন জরুরী এবং কি কি দক্ষতা থাকা একজন উদ্যোক্তার জন্যে জরুরী?

আপনার পন্যের উপর আপনার পুরপুরি আয়ত্ত থাকতে হবে
দক্ষতা

আপনি যে পন্যে নিয়ে বিজনেস করছেন তার সম্পর্কে আপনার পুরোপুরি জ্ঞান থাকতে হবে। সামান্য জ্ঞান দিয়ে ব্যবসায় নেমে যাওয়া বোকামী সে বিষয়ের আদ্যপান্ত জেনে এবং সেই বিষয়ে মাস্টার হয়ে তবেই বিজনেসে নামুন। সুতরাং আপনি যখন একজন উদ্যোক্তা হবার কথা ভাবছেন আপনাকে অবশ্যই এই দক্ষটি আয়ত্ত করতে হবে। এবং এটিই একজন উদ্যোক্তার প্রধান দক্ষতা। আপনি নিজেই যদি আপনার পন্য সম্পর্কে স্পষ্ট ধারনা না রাখেন তাহলে আপনি ক্রেতাকে পন্য সম্পর্কে ধারনা দিতে ব্যার্থ হবেন আর তখনই ক্রেতা আপনার পন্যের মান নিয়ে প্রশ্ন তুলবে। সুতরাং নিজ পন্য সম্পর্কে স্পষ্ট এবং পূর্ন ধারনা রাখুন।

সব বিষয়ে ধারনা থাকতে হবে
উদ্যোক্তা (1)

ব্যবসার অন্যতম শর্ত হল একটি বিষয়ে পুরোপুরি পাকাপক্ত জ্ঞ্যানী হয়ে অন্যসব বিষয়ে কিছুনা কিছু জ্ঞান থাকা লাগবে। অর্থাৎ বিজনেস এ এমন কোন বিষয় বাদ থাকবে না যে বিষয়ে আপনি পুরোপুরি সন্ধিহান যার নাম  শুনলেই আপনি আকাশ থেকে পরবেন। অর্থাৎ বিজনেস এর প্রতিটি বিষয়েই আপনাকে কিছুনা কিছু ধারনা থাকা লাগবে। সব বিষয়ের উপর ধারনা রাখা টাও একজন উদ্যোক্তার দক্ষতা। সব বিষয়ে আপনাকে সব জান্তা হতে হবে না তবে কিছু ধারনা অবশ্যই একজন উদ্যোক্তার থাকা উচিত। 

একজন টিম মেকার হওয়া উদ্যোক্তার দক্ষতা
সফল উদ্যোক্তার দক্ষতা অর্জন

একটা টিম গঠন করা এবং সেই টিম ম্যানেজ করা এটা একজন উদ্যোক্তার দক্ষতা। একজন টিম লিডার হওয়া খুব একটা সহজ কাজ নয়। একজন টিম লিডারকে সবার সাপোর্টে কথা বলতে হয় সবার কোয়ালিটি বুঝে তাদেরকে ভিন্ন ভিন্ন দায়ীত্ব ভাগ করে দিতে হয়। একই সাথে সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা এবং সবার মধ্যে সমতা বজায় রেখে তাদের কাজে প্রতি উদ্বুদ্ধ করা এই সব কিছুই একজন উদ্যোক্তার দক্ষতার উপর নির্ভরশীল। আপনি কিভাবে একটি নতুন টিমে নিজেকে মানিয়ে নিবেন সেজন্য এই ব্লগটা দেখে আসতে পারেন “নিজেকে নতুন টিমে মানিয়ে নেওয়ার সহজ ৭ টি টিপস

একজন উদ্যোক্তা যত দক্ষ টিম লিডার সেই টিম তত বেশী স্ট্রং এবং একটিভ একই সাথে সেই ব্যবসাও ঠিক ততটাই সফল। সুতরাং একজন উদ্যোক্তাকে একজন সফল টিম লিডার হতে হবে একই সাথে টিমের সকল সদস্যের বন্ধুও হতে হবে। একজন উদ্যোক্তার দক্ষতা গুলোর মধ্যে একজন সফল টিম লিডার হওয়াটাও একটি বিশেষ দক্ষতা।

ব্যবসার কোন কাজ করতেই দ্বিধা বোধ করা যাবে না
দক্ষতা অর্জন

এখনকার সময় কিছু উদ্যোক্তাকে দেখা যায় অনেক কাজ ফেলে রাখেন লোকের অভাবে। অথচ ব্যবসা আপনার নিজের আপনি নিজে যদি কোন কাজকে ছোট মনে করে অন্যের আশায় ফেলে রাখেন। তাহলে আপনি নিজেই নিজের ব্যবসার অগ্রগতির জন্যে বাধাঁ হয়ে আছেন। নিজের ব্যবসার কোন কাজ কেই ছোট মনে করা যাবে না প্রয়োজন হলে আপনিই ঝাড়ুদার এবং আপনিই বস। আজকের অনেক মিলিয়নার বিজনেস ম্যান এর ইতিহাস আছে যারা রাস্তায় বসে কাপড় বিক্রি করেছে। সুতরাং কোন কাজকেই করতে গিয়ে ইতস্তত বোধ করবেন না। 

সুতরাং তারা যদি সে সময় ইতস্তত বোধ করতেন তাহলে আজকে তারা এই পর্যন্ত পৌছাঁতে পারতেন না। এইযে এই ধরনের মানসিকতা নিজের মধ্যে তৈরী করা। এটাও একজন উদ্যোক্তার দক্ষতা।

নেটওয়ার্কিং স্কিল ডেভেলপ করুন
উদ্যোক্তার দক্ষতা

একজন উদোক্তার জন্যে যোগাযোগের দক্ষতা তৈরী করা অত্যন্ত মূল্যবান একটি দক্ষতা। যে উদ্যোক্তা যত বেশী সফল একটু খোজঁ নিলেই জানতে পারবেন তার নেটওয়ার্কিং স্কিল তত টাই স্ট্রং। ‘নেটওয়ার্কিং যেন জাদুর কাঠি‘ এর মতো কাজ করে। অর্থাৎ, সে ব্যবসার ক্ষেত্রে সব ধরনের মানুষের সাথে সুন্দর একটি যোগাযোগ মেইনটেইন করে চলে। যা তার ব্যবসার জন্যে খুবই উপকারী। সব ধরনের ব্যবসায়ীর সাথে নেটওয়ার্কিং মেইনটেইন করলে আপনি ব্যবসার ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা পাবেন একই সাথে একজন উদ্যোক্তা হিসেবে আপনার দক্ষতা বৃদ্ধি হবে। একজন উদ্যোক্তার দক্ষতা বৃদ্ধি করতে নেটওয়ার্কিং এর জুড়ি নেই। 

নিজের ভুল গুলো মেনে নিন
উদ্যোক্তার দক্ষতা অর্জন

ব্যবসায় আমাদের নিজেদের ছোট খাটো ভুল বা আমাদের নেয়া ভুল সিদ্ধান্ত গুলোর জন্যে আমাদের অনেক সমস্যায় বা লসের স্বীকার হতে হয়। কিন্তু এমন অনেক মানুষেরই স্বভাবগত দোষ আছে যে তারা নিজেদের ভুল অন্যের উপর চাপিয়ে দিতে পারলে এক ধরনের মানসিক শান্তি পায়। কিন্তু একজন উদ্যোক্তার জন্যে মোটেও এটি গুড প্র্যাকটিস নয়। নিজের ভুল নিজেকে মেনে নিতে হবে এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়েই সামনের প্ল্যান গুলো সুন্দর করা সম্ভব। কখোনই নিজের ভুল আপনার কর্মচারী কিংবা আপনার বিজনেস পার্টনারের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করবেন না।এতে করে আপনার সাথে তাদের আন্ডার্স্ট্যান্ডিং যেমন নষ্ট হবে এবং ব্যবসার ও ক্ষতি হবে। নিজের ভুল স্বীকার করে নেয়াটাও একজন উদ্যোক্তার জন্যে মানসিক দক্ষতা।

ব্যবসার মূল বিষয় গুলোর উপর সম্পূর্ন ধারনা রাখুন
একজন উদ্যোক্তার দক্ষতা অর্জন

ব্যবসার তিনটি মূল বিষয় হল ১) ব্যবস্থাপনা ২) প্রচার ৩) হিসাব রক্ষণা বেক্ষণ। 

এই তিনটি বিষয়ের উপর সমান ধারনা রাখা আবশ্যক। ব্যবসায় এই বিভাগ গুলোর জন্যে আপনি লোক নিয়োগ করলেও আপনার সরাসরি এই সেক্টর গুলোর সাথে সম্পৃক্ততা থাকতে হবে। কেউ যেন কোন ধরনের ফাকিঁ বা অবহেলা তার কাজে করতে না পারে। তাই এই তিন বিষয়ের উপর পুরোপুরি ধারনা থাকা প্রয়োজন।

প্রিয় পাঠক, উপরের এই বিষদ আলোচনায় আপনি নিশ্চই বুঝতে পারছেন কেন একজন উদ্যোক্তার দক্ষতা অর্জন করা প্রয়োজন।

Don't wait!
Get the expert business advice You need in 2022

It's all include in our newsletter!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More To Explore
বিগিনার্সদের জন্য ফেইসবুক অ্যাডভার্টাইজিং- এর গাইডলাইন
Marketing

বিগিনার্সদের জন্য ফেইসবুক অ্যাডভার্টাইজিং গাইডলাইন

ফেইসবুক অ্যাডভার্টাইজিং, টার্গেট অডিয়েন্স এর কাছে পৌঁছানোর এক অন্যতম পাওয়ারফুল টুলস। ডিজিটাল মার্কেটিং এর যুগে মার্কেটিং যত সহজ হয়েছে, কম্পিটিশন তত বৃদ্ধি পেয়েছে। এই হিউজ

ডিজিটাল মার্কেটিং এ নিশ বেজড কম্পিটিটর রিসার্চ কিভাবে করবেন
Marketing

ডিজিটাল মার্কেটিং এ নিশ বেজড কম্পিটিটর রিসার্চ কিভাবে করবেন?

আপনার বিজনেস নিশ কি হবে? কি নিয়ে কাজ করবেন? বা কোন মার্কেটিং স্ট্র্যাটেজিই এপ্লাই করবেন। সব কিছু সিলেক্ট করার আগে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে কম্পিটিটর