সোনিয়া বশির কবির – বাংলাদেশের প্রথম মহিলা টেক ভেঞ্চার ক্যাপিটালিস্ট

Share This Post

সোনিয়া বশির কবির একজন টেক ইনভেস্টর, মূলত উন্নয়নশীল দক্ষিণ এশিয়ার দেশগুলোর টেক স্টার্ট-আপগুলোতে তিনি মনোনিবেশ করেন। সোনিয়া বশির কবির টেকনোলজি কর্পোরেট প্রোফেশনাল হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং তার যাত্রা তাকে এখন একাধারে একজন প্রযুক্তি উদ্যোক্তা, ইনভেস্টর এবং প্রযুক্তি জনক হিসেবে পরিণত করেছে। তিনি এসবিকে টেক ভেঞ্চারস এবং এসবিকে ফাউন্ডেশনের (SBK Tech Ventures and SBK Foundation) প্রতিষ্ঠাতা – তিনি “লাভের জন্য নয়” (Not for profit) এই সত্তায় বিশ্বাস করেন এবং প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য তার প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

টেক হাব (Tech Hub) এসবিকে ফাউন্ডেশনের একটি উদ্যোগ। টেক হাব হল একটি প্রযুক্তি কেন্দ্র যেখানে প্রাথমিক প্রযুক্তি সরঞ্জাম, প্রযুক্তি শিক্ষা এবং এর ব্যবহারকে উৎসাহিত করার জন্য গ্রামীণ অঞ্চলে অনুদান হিসাবে দেওয়া হয়। টেক হাবের লক্ষ্য হল গ্রামীণ জনগোষ্ঠীকে প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন করা। সোনিয়া বশির কবির ইয়ং বাংলার (Young Bangla) সাথে পার্টনারশীপ করেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় টেক হাব প্রতিষ্ঠা করেন, যেখানে সব টেক হাব এখন সক্রিয় রয়েছে।

সোনিয়া বশির কবির, DMoney বাংলাদেশ লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট এবং সহ-প্রতিষ্ঠাতা (ফিন টেক)। অন্যান্য স্টার্ট-আপের পাশাপাশি তিনি সিনটেক (হেলথ টেক), উকিল (লিগ্যাল টেক) এবং দক্ষ (এডু টেক) এরও সহ-প্রতিষ্ঠাতা। তিনি গ্রীন হেরল্ড ইন্টারন্যাশনাল স্কুল (সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স) থেকে সিনিয়র কেমব্রিজ এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করেন। সোনিয়া বশির কবির উত্তর ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে ২০ বছর বসবাস করেছেন এবং সেখান থেকেই পরবর্তীতে তার পড়াশুনা শেষ করেন এবং প্রশিক্ষণ নেন। তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি- ইস্ট বে থেকে বিএসসি এবং সান্তা ক্লারা ইউনিভার্সিটি থেকে ফিন্যান্স এবং মার্কেটিংয়ে এমবিএ করেন।

সোনিয়া বশির কবির মাইক্রোসফট বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান এবং লাওসের ব্যবস্থাপনা পরিচালক, ডেল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক, মাইক্রোসফটের নতুন উদীয়মান মার্কেট এবং আমরা টেকনোলজিস লিমিটেডের (Aamra Technologies Ltd) প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন (Ban Ki-moon) ২০১৫ সালে সোনিয়া বশির কবিরকে তিন বছরের মেয়াদের জন্য স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি LDC) টেকনোলজি ব্যাংকের পরিচালনা পরিষদে নিয়োগ দেন। সোনিয়া বশির কবির ২০১৭ সালে জাতিসংঘ প্রযুক্তি ব্যাংকের (UN Technology Bank) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

বর্তমান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস (Antonio Guterres) সোনিয়া বশির কবিরকে গভর্নিং কাউন্সিলের সদস্য হিসেবে ২০২১–২০২২ টার্মের  জন্য জাতিসংঘের টেক ব্যাংকের (UN Tech Bank) ভাইস চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়োগ দিয়েছেন। সোনিয়া বশির কবির সিলিকন ভ্যালিতে ফরচুন ১০০ কোম্পানি (সান মাইক্রোসিস্টেমস অ্যান্ড ওরাকল), স্টার্টআপ এবং ফিনান্সিয়াল ডিসট্রিক্টে কাজ করেছেন। তার দক্ষতার মধ্যে রয়েছে স্ট্রাটেজিক পরিকল্পনা ও বৃদ্ধি, সেলস এক্সেকিউশন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, দল গঠন এবং চেঞ্জ ম্যানেজমেন্ট।

তিনি ইউনেস্কোর মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অব এডুকেশন ফর পিস অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের বোর্ড সদস্য। তিনি প্রথম মহিলা যিনি ২০১৯ সালে ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড থেকে আইসিটি বিজনেস পারসন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন এবং বিল গেটস কর্তৃক প্রদত্ত ২০১৬ সালে মাইক্রোসফট ফাউন্ডারস অ্যাওয়ার্ডের ১০ জন প্রাপকদের একজন ছিলেন।

সোনিয়া বশির কবির - মহিলা টেক ভেঞ্চার ক্যাপিটালিস্ট

সোনিয়া বশির কবির ২০১৭ সালে ইউএন গ্লোবাল কম্প্যাক্ট কর্তৃক এসডিজি অগ্রদূত (SDG pioneer) হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বিশ্বব্যাপী মাত্র ১০ জন এই স্বীকৃতি পেয়েছে। তিনি তার বিজনেস প্রাক্টিস এবং স্ট্রাটেজিসে বিশ্বের সাতটি লক্ষ্যকে একত্র করেছেন সেগুলো হল দারিদ্র্যতা হ্রাস; গুনগত শিক্ষা; লিঙ্গ সমতা; ভালো কাজ এবং অর্থনৈতিক বৃদ্ধি; শিল্প, উদ্ভাবন এবং অবকাঠামো; বৈষম্য হ্রাস; লক্ষ্য পূরণের জন্য পার্টনারশীপ তৈরী করা।

তিনি বর্তমানে আইপিডিসি ফাইন্যান্স, ব্র্যাক ইউনিভার্সিটি এবং শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন-এর বোর্ড সদস্য। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর উপদেষ্টা, এটি বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংগঠন, যা দেশের বেসরকারি খাতের স্বার্থ রক্ষা করে, পরামর্শদাতা এবং উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোনিয়া বশির কবির বাংলাদেশী জাতীয় ক্রীড়াবিদ ছিলেন। তিনি আবাহনী মহিলা ভলিবল এবং ক্রিকেট দলের হয়ে খেলেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের জাতীয় ভলিবল দলে তিনি স্থান পান। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (মহিলা শাখা), আবাহনী মহিলা গেমস ডেভেলপমেন্ট কমিটি এবং মহিলা উদ্যোক্তা সমিতির বোর্ডেও তিনি দায়িত্ব পালন করেছেন।

সোনিয়া বশির কবির বাংলাদেশের প্রথম মহিলা আইটি অ্যাসোসিয়েশন – বাংলাদেশ মহিলা আইটি (বিডব্লিউআইটি BWIT) এবং প্রথম মহিলা টেক ইনভেস্টর নেটওয়ার্ক (এফটিআইএন FTIN) এর প্রতিষ্ঠাতা। তিনি দ্যা অ্যাঞ্জেলস নেটওয়ার্কের (TAN) প্রতিষ্ঠাতা এবং TIE ঢাকা চ্যাপ্টারের বর্তমান উপদেষ্টা এবং সভাপতি। TIE একটি সিলিকন ভ্যালি যার সদরদপ্তর উদ্যোক্তা বিকাশের জন্য মুনাফার জন্য নয়।

তিনি ২০১৭ সালে এসডিজি পাইওনিয়ার অ্যাওয়ার্ড এবং ২০১৬ সালে অনন্যা টপ টেন অ্যাওয়ার্ডও পেয়েছেন। সোনিয়া বশির কবির পুরো বাংলাদেশ জুড়ে তরুণদের প্রযুক্তি সংক্রান্ত এবং নারীর ক্ষমতায়নে সক্রিয়ভাবে সহায়তা করে যাচ্ছেন।

Don't wait!
Get the expert business advice You need in 2022

It's all include in our newsletter!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More To Explore
বিজনেস রানিং অবস্থায় টাইম ম্যানেজমেন্টের ৭টি উপায়
Marketing

বিজনেস রানিং অবস্থায় টাইম ম্যানেজমেন্ট এর ৭টি উপায়

একজন উদ্দোক্তার ক্ষেত্রেও তাই। সময়ের সঠিক ব্যবহার ছাড়া, অর্থাৎ একটা প্রোপার টাইম ম্যানেজমেন্ট ছাড়া সফল হওয়া অসম্ভব। একটা সুনির্দিষ্ট ওয়ার্কিং শিডিউল ছাড়া কখনই বিজনেস গোল

মাদার্স-ডে সেল টার্গেট কিভাবে অ্যাচিভ করবেন? - ৭টি টিপস
Marketing

মাদার্স-ডে সেল টার্গেট কিভাবে অ্যাচিভ করবেন? – ৭টি টিপস

মা’কে ভালবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। কিন্তু প্রতিদিনই কি মাকে ভালবাসি বলা হয়? কিংবা অতটা প্যাম্পার করা হয় যতটা সে ডিজার্ব করে?  আসলে,